অভিযাত্রীরা এসো স্বপ্নের সন্ধানে....
লিখেছেন লিখেছেন মনটা আমার বাঁধনহারা ১১ ডিসেম্বর, ২০১৪, ০৫:১৭:৪৫ বিকাল
সুখের বীজ উঁকি দিয়েছে হয়ে কচি চারা
সকল দুঃখ উড়িয়ে হবো আজকে বাঁধনহারা
ঠাস বুনোটের ভাঁজে ভাঁজে লুকানো আছে স্বপ্ন
অভিযাত্রীরা এসো স্বপ্নের সন্ধানে সবে হই নিমগ্ন.........
কিছু আশা ডুবে যাবেই টুপ করে গোধূলি লগ্নে
নতুন আলোর পাবে ছোঁয়া সুবহে সাদিকের আগমনে
বেদনার ঝরঝর শ্রাবণ করবেই ক্ষণে ক্ষণে উতলা
কান পেতে শোন আনন্দের সুর তুলেছে প্রকৃতির বেহালা......
মনের মাঝে উঁকি দিয়ে দেখো আছে প্রলম্ব এক সিঁড়ি
প্রতি ধাপ পেড়িয়েই দিতে হয় লক্ষ্যের সোপানে পাড়ি
হিমালয় আছে সেই ঘরে আছে, আছে প্রস্ফুটিত স্বপ্নপুরী
প্রতীক্ষা না করে এগিয়ে যাও নয়তো সুখ যে দেবে আড়ি......
বিষয়: বিবিধ
১২৬৩ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসসালামু আলাইকুম আমার একটু ভাগ দিয়েন প্লিঝ
ছালসাবিল ভয় নেই আপনার ভাত কবি খাবে না! তার নিজের প্লেটের ভাত খাওয়ারই সময় নেই!
ইনশাআল্লাহ আমরা সবে থাকবো মিলেমিশে
কাড়াকাড়ি মারামারি থাকবে পড়ে পাশে..
তোমার হাত খানি দাও তুলে রাখি
তোমার মন খানি দাও ফরমালিন মাখি
কখনো বদ নজর দেয় না যেন কোন আঁখি
কখনো হারিয়ে যেন না যায় দুনিয়া থাকি
কিছু ভালো কর্ম যেতে যেন পারি রেখে...
বৃত্তের বাইরে
তাহলে তো পথের প্রতিটি বাঁক যাচ্ছে স্পষ্ট দেখা
পথের মাঝেই খুঁজে দেখুন গন্তব্যের নকশা আছে আঁকা
সাথী কাউকে করে নিয়েন যদি খুব বেশি লাগে একা
দোয়া রইলো তোমার তরে এত্তো এত্তো অফুরন্ত
ইনশাআল্লাহ নতুনে যাবে ব্লগ ভরিয়া
সুন্দর স্বপ্নের সন্ধানে হতে হবে নিমগ্ন..
কমেন্টে হোক খুনসুটি নোনতা, মিষ্টি টকটক...
সাধ্য থাকিলে মম চুকাবো তব ইচ্ছার মূল্য..
উদ্দিপন ছড়িয়ে গেল সবার মাঝে-
স্বপ্ন সাজিয়ে যেন চলি কথা ও কাজে!!
অনেক অনেক ভাল লাগা রেখে গেলাম!
অনেক ধন্যবাদ ও জাযাকুমুল্লাহু খাইরান জানালাম!!
মন্তব্য করতে লগইন করুন