বাসায় র‍্যাব আসলেই মাইর শুরু করা দরকার না?

লিখেছেন লিখেছেন আব্বাজান ১৮ মার্চ, ২০১৪, ০৩:৩৫:৩২ রাত

কথাটা খুব এগ্রেসিভ হয়ে গেল। কিন্তু কি করা? র‍্যাব পরিচয়ে র‍্যাবের পোষাক পড়ে র‍্যাবের গাড়িতে করে আমাকে আপনাকে তুলে নিয়ে যাবে। এর পর র‍্যাবের কাছে খবর নিতে গেলে র‍্যাব বলবে তারা জানেনা। ব্যাস! এর পর আর কোন খবর নেই। ক'দিন পর আপনার আমার লাশ পাওয়া যাবে মেঘনার চরে। লাশ খাবে কুত্তায়।

এটা কি শুরু হইছে দ্যাশে! বুঝলাম! র‍্যাব পরিচয়ে দূস্কৃতিকারীরা গুম আর খুন করে চলেছে? কিন্তু ঐ সব দূস্কৃতিকারীদের খুঁজে বার করা কি র‍্যাবের দায়ীত্বের মধ্যে পড়েনা?ওরা যদি র‍্যাব না হয় তবে কারা? র‍্যাবের পোষাক এবং গাড়ী ব্যাবহার সম্পর্কে র‍্যাবের ভাষ্য কি?

র‍্যাব যদি এর সুরাহা না করতে পারে তবে জনগণ অচিরেই র‍্যাব-পুলিশ গ্রেফতার করতে এলে পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে। আরে মিয়া, তাতে অন্তত: লাশটা কুত্তায় খাওয়ার সুযোগ পাবেনা। নিজ ঘরেই মরেন বা অন্তত: রাস্তায় মরেন।

বাসায় র‍্যাব আসলেই মাইর শুরু করা দরকার না? কি বলেন?

বিষয়: বিবিধ

১০৯৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

193884
১৮ মার্চ ২০১৪ সকাল ১০:৩৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাল লাগলো, ধন্যবাদ সুন্দর লেখার জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File