জাপান সাগরে ১৮টি রকেট নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া
লিখেছেন লিখেছেন আব্বাজান ১৭ মার্চ, ২০১৪, ০৬:৩৯:৩৬ সকাল
জাপান সাগরে ১৮টি রকেট নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূল থেকে নিক্ষিপ্ত এসব রকেট প্রায় ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে (পূর্ব সাগর) গিয়ে পড়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ রোববার এ খবর দিয়েছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টা ২০মিনিটে ১০টি এবং বাকি আটটি রাত ৮টা ৩ মিনিটে নিক্ষেপ করা হয়। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী উত্তর কোরিয়ার এ ‘উস্কানিমূলক’ পদক্ষেপকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এবং চলতি মার্চ মাসের গোড়ার দিকে একাধিকবার সাগরে রকেট ছুঁড়েছে উত্তর কোরিয়া। ওই ঘটনার সূত্র ধরে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছিল।
দক্ষিণ কোরিয়া ও আমেরিকার মধ্যে যখন বার্ষিক সামরিক মহড়া চলছে তখন সাগরে রকেট নিক্ষেপ করল উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এ মহড়ার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, দেশটির ওপর আগ্রাসন চালানোর লক্ষ্যে যৌথ মহড়া চালাচ্ছে ওয়াশিংটন ও সিউল।
সূত্র: রেডিও তেহরান
বিষয়: বিবিধ
৯৯৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন