এভাবে আর কত সমঝতার বলি হবে জামায়াত?

লিখেছেন লিখেছেন ভাইস চেয়ারম্যান ১৮ মার্চ, ২০১৪, ০৪:১০:৫১ রাত

সমঝতার নাটক জামায়াত কে বন্ধ করতে হবে।

সমঝতার মুল্যায়ন জামায়াতকর্মীরা যথাযথ ভাবে করলেও

বিএনপি কখনই সমঝতার মুল্যায়ন করেনি করবে বলেও মনে হয় না। কারন বিএনপর না আছে কোনো হাই কমান্ড আর

না আছে কোনো বিবেক সম্পন্ন নেতৃবর্গ।

তাই জামায়াত আন্দোলন সংগ্রাম একা করতে পারলে নির্বাচন

কেন নয়? এভাবে আর কত সমঝতার বলি হবে জামায়াত?

১১ টি আসনে চেয়ারম্যান পদে জামায়াত দ্বিতীয় আর বিএনপি তৃতীয়, জঙ্গী লীগ প্রথম। বিএনপি যদি বিচক্ষণতার পরিচয় দিয়ে এসব আসনে প্রার্থী না দিতো তাহলে জামায়াত প্রার্থী বিজয়ী হতো। এতে মূলত ১৯ দলই বিজয়ী হতো। ভাইস চেয়ারম্যান পদেও একই অবস্থা।

বিষয়: বিবিধ

১০১৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

193818
১৮ মার্চ ২০১৪ রাত ০৪:২০
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
193869
১৮ মার্চ ২০১৪ সকাল ১০:২৩
ওমর ফারুক ইফতি লিখেছেন : যুক্তিযুক্ত কথা বলেছেন।
193883
১৮ মার্চ ২০১৪ সকাল ১০:৩৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
193912
১৮ মার্চ ২০১৪ সকাল ১০:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যুক্তিপুর্ন পোষ্ট। বিএনপি নেতৃত্বের একটি অংশ জামায়াতকে আওয়ামি লিগের উচ্ছিষ্টভোগি বামদের মত মনে করছেন। এটা তাদের বুঝা উচিত একক নির্বাচন করেও জামায়াত সংসদে আসন লাভ করে কিন্তু সেই বামরা তাদের জামানত ও বাচাতে পারেনা।
193964
১৮ মার্চ ২০১৪ দুপুর ১২:২৩
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : বি এন পি হলো একটা খড়কুটার মত ভেসে আসা দল, এরা জীবনটাই গেল ভোগে, ত্যাগ কি জিনিস এরা জানে নাকি। জাজাকাল্লাহুল খাইর.।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File