এভাবে আর কত সমঝতার বলি হবে জামায়াত?
লিখেছেন লিখেছেন ভাইস চেয়ারম্যান ১৮ মার্চ, ২০১৪, ০৪:১০:৫১ রাত
সমঝতার নাটক জামায়াত কে বন্ধ করতে হবে।
সমঝতার মুল্যায়ন জামায়াতকর্মীরা যথাযথ ভাবে করলেও
বিএনপি কখনই সমঝতার মুল্যায়ন করেনি করবে বলেও মনে হয় না। কারন বিএনপর না আছে কোনো হাই কমান্ড আর
না আছে কোনো বিবেক সম্পন্ন নেতৃবর্গ।
তাই জামায়াত আন্দোলন সংগ্রাম একা করতে পারলে নির্বাচন
কেন নয়? এভাবে আর কত সমঝতার বলি হবে জামায়াত?
১১ টি আসনে চেয়ারম্যান পদে জামায়াত দ্বিতীয় আর বিএনপি তৃতীয়, জঙ্গী লীগ প্রথম। বিএনপি যদি বিচক্ষণতার পরিচয় দিয়ে এসব আসনে প্রার্থী না দিতো তাহলে জামায়াত প্রার্থী বিজয়ী হতো। এতে মূলত ১৯ দলই বিজয়ী হতো। ভাইস চেয়ারম্যান পদেও একই অবস্থা।
বিষয়: বিবিধ
১০৫৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন