ঈমান মুমিনদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে জুড়ে দেয়
লিখেছেন লিখেছেন ভাইস চেয়ারম্যান ১৭ মার্চ, ২০১৪, ০৩:৪০:৩৭ রাত
ঈমান মুমিনদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে জুড়ে দেয়
আল্লাহ্ তায়ালা বলেনঃ
وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا
আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণ রেখো৷ তোমরা ছিলে পরস্পরেরশক্র ৷ তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন৷ ফলে তাঁর অনুগ্রহ ও মেহেরবানীতে তোমরাভাই ভাই হয়ে গেছো। (ইমরান- ১০৩)
إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ মু’মিনরা তো পরস্পর ভাই ভাই ৷ (হুজুরাত-১০)
এ আয়াতটি দুনিয়ার সমস্ত মুসলমানকে এক বিশ্বজনীন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে । দুনিয়ার অন্য কোন আদর্শ বা মত ও পথের অনুসারীদের মধ্যে এমন কোন ভ্রাতৃত্ব বন্ধন পাওয়া যায় না যা মুসলমানদের মধ্যে পাওয়া যায় । এ থেকে প্রমানিত হয় যে, ইসলামী আন্দোলনে লোকদের সম্পর্ক হচ্ছে একটি আদর্শিক সম্পর্ক।এটা নছক কোন নিরস বা ঠুনকো সম্পর্ক নয়। বরং এতে যে স্থিতি,গভীরতা ও প্রগাঢ় ভালোবাসার সমন্বয় ঘটে,তাকে শুধু দুই ভাইয়ের সম্পর্কের দৃষ্টান্ত দ্বারাই প্রকাশ করা চলে।
বিষয়: বিবিধ
১০০০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন