মুসলিম রেঁনেসার স্বপ্নদ্রষ্টা প্রিয় কবি ফররুখ আহমেদ স্বরণে।
লিখেছেন লিখেছেন সবুজ সাথী ২০ অক্টোবর, ২০১৬, ১১:৪০:২৮ রাত
[ মুসলিম রেঁনেসার স্বপ্নদ্রষ্টা প্রিয় কবি ফররুখ আহমেদ। পঞ্চাশের "লাশ" তাকে অমর করেছিল কিন্তু "১৯৭৪" এর অপরাধ তাঁকে অবজ্ঞায়, অবহেলায়, অনাদরে ঠেলে দিয়েছে বিস্মৃতির অতলে। মৃত্যুর মাত্র দু'মাস আগে লেখা এটি তাঁর জীবনের শেষ কবিতা।]
১৯৭৪ (একটি আলেখ্য)
=============
"স্বপ্নের অধ্যায় শেষ।
দু:স্বপ্নের এ বন্দী শিবির সাত কোটি মানুষের বধ্যভূমি।
দেখ এ বাংলার প্রতি গৃহে অপমৃত্যু ফেলে ছায়া তিক্ত হতাশার,
দুর্ভিক্ষের বার্তা আসে, আসে মৃত্যু নিরন্ধ্র রাত্রির।
বাষট্টি হাজার গ্রাম উৎকন্ঠিত নিভৃত পল্লীর প্রতি পথে
ওঠে আজ হাহাকার তীব্র বুভুক্ষার চোখে
ভাসে চারদিকে অন্ধকার - কালো অন্ধকার;
ক্ষুধা, মৃত্যু ভাগ্য আজ স্তিমিত এ ভ্রান্ত জাতির।
এ মুহুর্তে কী উজ্জল রাজধানী! - নতুন শহর
অত্যুগ্র যৌবন-মদে মত্তা যেন নটিনী
চঞ্চল কাটায় উল্লাসে তার জীবনের উদ্দাম প্রহর।
উপচিয়া পড়ে যায় পানপাত্র ফেনিল;
উচ্ছল; নির্লজ্জের রঙ্গমঞ্চে অকল্পিত বিলাসের ঘর,
দুচোখ-ধাঁধাঁনো রূপে; নগ্ন; মেকী ঐশ্বর্যে উজ্জল॥"
==========
আজকের সময় হিসাবে কবিতাটা খুবই প্রাসঙ্গিক মনে হচ্ছে।
বিষয়: সাহিত্য
১০৭২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন