পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩

লিখেছেন লিখেছেন আইন যতো আইন ৩১ মার্চ, ২০১৪, ১২:১১:৪৬ রাত



পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩

( ২০১৩ সনের ৪৯ নং আইন )

[২৭ অক্টোবর, ২০১৩ ]



সন্তান কর্তৃক পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিতকরণের লক্ষ্যে প্রনীত আইন

যেহেতু সন্তান কর্তৃক পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিতকরণের লক্ষ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ—

সূচী

ধারাসমূহ

১) সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২) সংজ্ঞা

৩) পিতা-মাতার ভরণ-পোষণ

৪) পিতা-মাতার অবর্তমানে দাদা-দাদী, নানা-নানীর ভরণ-পোষণ

৫) পিতা-মাতার ভরণ-পোষণ না করিবার দণ্ড

৬) অপরাধের আমলযোগ্যতা, জামিনযোগ্যতা ও আপোষযোগ্যতা

৭) অপরাধ বিচারার্থ গ্রহণ ও বিচার

৮) আপোষ-নিষ্পত্তি

৯) বিধি প্রণয়নের ক্ষমত

৩নং ধারায় যা আছে- পিতা-মাতার ভরণ-পোষণ

৩। (১) প্রত্যেক সন্তানকে তাহার পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করিতে হইবে।

(২) কোন পিতা-মাতার একাধিক সন্তান থাকিলে সেইক্ষেত্রে সন্তানগণ নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করিয়া তাহাদের পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করিবে।

(৩) এই ধারার অধীন পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করিবার ক্ষেত্রে প্রত্যেক সন্তানকে পিতা-মাতার একইসঙ্গে একই স্থানে বসবাস নিশ্চিত করিতে হইবে।

(৪) কোন সন্তান তাহার পিতা বা মাতাকে বা উভয়কে তাহার, বা ক্ষেত্রমত, তাহাদের ইচ্ছার বিরুদ্ধে, কোন বৃদ্ধ নিবাস কিংবা অন্য কোথাও একত্রে কিংবা আলাদা আলাদাভাবে বসবাস করিতে বাধ্য করিবে না।

(৫) প্রত্যেক সন্তান তাহার পিতা এবং মাতার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজ খবর রাখিবে, প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরিচর্যা করিবে।

(৬) পিতা বা মাতা কিংবা উভয়, সন্তান হইতে পৃথকভাবে বসবাস করিলে, সেইক্ষেত্রে প্রত্যেক সন্তানকে নিয়মিতভাবে তাহার, বা ক্ষেত্রমত, তাহাদের সহিত সাক্ষাত করিতে হইবে।

(৭) কোন পিতা বা মাতা কিংবা উভয়ে, সন্তানদের সহিত বসবাস না করিয়া পৃথকভাবে বসবাস করিলে, সেইক্ষেত্রে উক্ত পিতা বা মাতার প্রত্যেক সন্তান তাহার দৈনন্দিন আয়-রোজগার, বা ক্ষেত্রমত, মাসিক আয় বা বাৎসরিক আয় হইতে যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ পিতা বা মাতা, বা ক্ষেত্রমত, উভয়কে নিয়মিত প্রদান করিবে।



৫নং ধারায় যা আছে-পিতা-মাতার ভরণ-পোষণ না করিবার দণ্ড

৫। (১) কোন সন্তান কর্তৃক ধারা ৩ এর যে কোন উপ-ধারার বিধান কিংবা ধারা ৪ এর বিধান লংঘন অপরাধ বলিয়া গণ্য হইবে এবং উক্ত অপরাধের জন্য অনূর্ধ্ব ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবে; বা উক্ত অর্থদণ্ড অনাদায়ের ক্ষেত্রে অনূর্ধ্ব ৩ (তিন) মাস কারাদণ্ডে দণ্ডিত হইবে।

(২) কোন সন্তানের স্ত্রী, বা ক্ষেত্রমত, স্বামী কিংবা পুত্র-কন্যা বা অন্য কোন নিকট আত্নীয় ব্যক্তি—

(ক) পিতা-মাতার বা দাদা-দাদীর বা নানা-নানীর ভরণ-পোষণ প্রদানে বাধা প্রদান করিলে; বা

(খ) পিতা-মাতার বা দাদা-দাদীর বা নানা-নানীর ভরণ-পোষণ প্রদানে অসহযোগিতা করিলে—

তিনি উক্তরূপ অপরাধ সংঘটনে সহায়তা করিয়াছে গণ্যে উপ-ধারা (১) এ উল্লিখিত দণ্ডে দণ্ডিত হইবে

বিশদ জানতে Click this link

আরো কি আইন জানতে চান Click this link

বিষয়: বিবিধ

১২৩৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200567
৩১ মার্চ ২০১৪ রাত ০২:২২
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
৩১ মার্চ ২০১৪ সকাল ১০:৪৩
150411
আইন যতো আইন লিখেছেন : অনেক ধন্যবাদ
200631
৩১ মার্চ ২০১৪ সকাল ০৯:২৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
৩১ মার্চ ২০১৪ সকাল ১০:৪৩
150412
আইন যতো আইন লিখেছেন : স্বাগতম
200651
৩১ মার্চ ২০১৪ সকাল ১০:৩৪
বিন হারুন লিখেছেন : পিতা-মাতাকে ভরন-পোষন দিই না বলেই অর্থাত পিতা-মাতার ভরণ-পোষনের জন্য এ আইন, তাই এই আইনকে শ্রদ্ধা করি, কিন্তু লজ্জাও পাই: পিতা-মাতার জন্য ছেলের দরদ বা ভালবাসা নেই অথচ দরদ আছে রাষ্ট্রের.
মনে করুন আমি পিতা-মাতার ভরণ-পোষন দিলাম না, রাষ্ট্র আমাকে জেলে দিল. আমি জেলে থাকা কালিন কি রাষ্ট্র আমার বৃদ্ধ পিতা-মাতাকে ভরন-পোষণ দেবে.
৩১ মার্চ ২০১৪ সকাল ১০:৪৪
150414
আইন যতো আইন লিখেছেন : সে প্নরশ্ন আমারও ভাই-যার সমাধান এ আইনে নেই Good Luck Good Luck Good Luck
200655
৩১ মার্চ ২০১৪ সকাল ১০:৪২
শাহ আলম বাদশা লিখেছেন : ভালো লাগলো রাষ্ট্রের এ উদ্যোগ। তবে ইসলামের কিছুটা সমর্থক এ আইন হলেও ফারাক হলো এই যে-ইসলাম সচেতনতা, নৈতিকতাবোধ ও পরকালীনভীতি সৃষ্টির মাধ্যমে নিজ পিতামাতার উপকারে লাগাতে চায় সন্তানকে যাতে স্বেচ্ছায় ভরণ-পোষণ দেয়। আর এ আইনে বাধ্য করা হবে। পিলাচ
৩১ মার্চ ২০১৪ সকাল ১০:৪৫
150415
আইন যতো আইন লিখেছেন : ঠিক বলেছেন--তবু রাষ্ট্রকে Good Luck Good Luck Good Luck এ আইন করার জন্য
200769
৩১ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৬
সুমাইয়া হাবীবা লিখেছেন : আহারে..কোন জায়গায় পৌঁছে গেছি আমরা। এখন বাবামায়ের দেখাশোনা করার জন্য আইন করা লাগে!
৩১ মার্চ ২০১৪ দুপুর ০২:৪১
150479
আইন যতো আইন লিখেছেন : এটা মানবজাতির জন্য দুর্ভাগ্যজনক
201214
০১ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩০
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ
সুমাইয়া হাবীবা লিখেছেন : আহারে..কোন জায়গায় পৌঁছে গেছি আমরা। এখন বাবামায়ের দেখাশোনা করার জন্য আইন করা লাগে!
স হমত ।
০১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৬
150903
আইন যতো আইন লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
০১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৩
150908
আইন যতো আইন লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File