কী সুন্দুর ভুট হইতিছি !!

লিখেছেন লিখেছেন মুই অমপুরী ২৩ মার্চ, ২০১৪, ১১:১৮:৫৮ সকাল

বাবারে বাবা, ২০০৭ সালের পর থুক্কু ফক্রুদ্দিনের আমুলের পর এত্তু সুন্দুর ভুট আর কুনুদিন দেখি নাই-ও বন্দু কতুদিন দেখি নি তোমারে! আহারে আহারে? ভুত থুক্কু ভুট শুরুর আধঘন্টার মুধ্যেই ২৮০০ ভুটের ১৪০০ কাস্ট হইয়া গেইছে, কী করিৎকর্মা হামরা বাহে ভুটাররা?

ভুট বাক্সু ছিনতাই, পুলিং এজেন্টকে কিলানাইন দিয়া বা জুর করিয়া তাড়াইন দিয়া কেন্দ্রু দখুল করিয়া কী সুন্দুর ভুট হইতিছি।

স্ট্রাইকিং ইর বুদুলে সিনাবাইনীকে গুলির ক্ষমতা দিয়াও এই মহোৎসুব থামিতিছি না কেনে বাহে?

মেঘ নাকি যতু গর্জে ততু বর্ষে না--হামারগুলার দশাও তেমন বাহে---কী সুন্দুর ভুট--দেখি যাও দুনিয়ার তাবুত মানুষ।

ঘটুনা ঘটিলেও একটা গুলিও হইলো না, সন্ত্রাসীরা কাও মরিলো না কিংবা ক্রস ফায়ারেও মরিলো না। কিন্তু পুরবু ঘোষণা অনুযায়ী ঠিকই তাহারা মহড়া দিয়া কেল্লাফাতে করিয়া ভুট পাইয়া গেলো। কিন্তু এত্তু সুন্দুর ভুট তবু বন্ধ হইলো না। কী সুন্দুর ভুট হইতিছি, আহা কী আনন্দ আকাশে-বাতাসে!!

বিষয়: বিবিধ

১২১২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196570
২৩ মার্চ ২০১৪ দুপুর ০২:০১
মেঘ ভাঙা রোদ লিখেছেন : Big Grin Big Grin Big Grin Big Grin Thumbs Up Thumbs Up Thumbs Up সে রাম ভোট হতিছে
২৩ মার্চ ২০১৪ দুপুর ০২:১৪
146667
মুই অমপুরী লিখেছেন : কীরাম কইলেন--হামার অমপুরোত এ্যাদন ভোট হামরা হবার দিবার নই--ঠেঙ্গু ডলা দিয়া গু বাইর করি দেমো---হ্যা
196598
২৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:০০
বাংলার দামাল সন্তান লিখেছেন : বাবারে বাবা, ২০০৭ সালের পর থুক্কু ফক্রুদ্দিনের আমুলের পর এত্তু সুন্দুর ভুট আর কুনুদিন দেখি নাই-ও বন্দু কতুদিন দেখি নি তোমারে! আহারে আহারে? ভুত থুক্কু ভুট শুরুর আধঘন্টার মুধ্যেই ২৮০০ ভুটের ১৪০০ কাস্ট হইয়া গেইছে, কী করিৎকর্মা হামরা বাহে ভুটাররা?
২৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩০
146687
মুই অমপুরী লিখেছেন : Good Luck Good Luck Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File