মোর বাড়ি অমপুর, মুই অমপুরী-৪

লিখেছেন লিখেছেন মুই অমপুরী ১৬ মার্চ, ২০১৪, ০১:৩৪:২৮ দুপুর

(১৩)

এরশাদ, জিয়া, ভোলা হাসিনা ও জয়

দ্যাশের ছাওয়া হয়া কই কিছু কয়?

তিস্তাপাড়ের মনকাড়া ভাওয়াইয়া গান

ভরেয়া দিছলো বাহে হামার পরান!

(১৪)

টি-টুয়েন্টি খেলাত দেখি বাংলাগান নাই

হামরা তো চাছনো ভাওয়াইয়ারও ঠাই।

ইণ্ডিয়ার হিন্দিগানে বাংলা গ্যালো হারি

হামরা করমো নাটক আসুক ফেব্রুয়ারি!!

(১৫)

থাক থাক, এইবার আসল কথায় আসি

হামরা অমপুরী ভাওয়াইয়া ভালোবাসি-

তিস্তাব্যারেজ খালি তিস্তাত নাই পানি,

কী করি দেমো তোমাক ভাওয়াইয়া আনি।

(১৬)

আব্বাস,কচিমুদ্দিন তিস্তাপাড়ের নোক

গড়ুরগাড়ি, নদীর পানির এ্যালা যে মড়ক;

ভাওয়াইয়া গাইতে এইগ্লা তো দরকার

সেই অবস্থা কোনটে গ্যালো যে হামার।

(চলবে)

বিষয়: বিবিধ

১১৪০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192960
১৬ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : বাহ আপনি তো জটিল অংপুরা ভাষায় কোপতে লিকতে পারে দেহি। সুন্দর সুন্দর চালিয়ে যান Thumbs Up Thumbs Up
১৬ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৪
143683
মুই অমপুরী লিখেছেন : মুই যে অমপুরী বাহে--তা বোজেন না ক্যা
192974
১৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:০১
সন্ধাতারা লিখেছেন : Awesome, where did you born means which part of rangpur? If you do not mind!
১৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৩
143697
মুই অমপুরী লিখেছেন : মুই নালমনিরহাটের ছাওয়াল বাহে-যেটে দহগ্রামের জেলখানা আছে--বোজেন নাই??

তোমরা কোনটেকার ছাওয়া বাহে!!
১৬ মার্চ ২০১৪ রাত ১১:৩৮
143955
সন্ধাতারা লিখেছেন : Me too
193003
১৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:০২
সায়েম খান লিখেছেন : ও তোমরা নালমনির ছাওয়া? মুই তো মনে করচিনু তোমরা বুজি খাঁটি অমপুরিয়া। ভালই হইতোছে চালে যাও...
১৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৯
143740
মুই অমপুরী লিখেছেন : ক্যামন কথা কন বাহে-হামরা তো শুরু থাকি অমপুরোত আছি--অমপুরের থানা, মহকুমাত ছেনো---ভাংতে ভাংতে না এ্যালা এটে বাহে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File