মোর বাড়ি অমপুর, মুই অমপুরী-৪
লিখেছেন লিখেছেন মুই অমপুরী ১৬ মার্চ, ২০১৪, ০১:৩৪:২৮ দুপুর
(১৩)
এরশাদ, জিয়া, ভোলা হাসিনা ও জয়
দ্যাশের ছাওয়া হয়া কই কিছু কয়?
তিস্তাপাড়ের মনকাড়া ভাওয়াইয়া গান
ভরেয়া দিছলো বাহে হামার পরান!
(১৪)
টি-টুয়েন্টি খেলাত দেখি বাংলাগান নাই
হামরা তো চাছনো ভাওয়াইয়ারও ঠাই।
ইণ্ডিয়ার হিন্দিগানে বাংলা গ্যালো হারি
হামরা করমো নাটক আসুক ফেব্রুয়ারি!!
(১৫)
থাক থাক, এইবার আসল কথায় আসি
হামরা অমপুরী ভাওয়াইয়া ভালোবাসি-
তিস্তাব্যারেজ খালি তিস্তাত নাই পানি,
কী করি দেমো তোমাক ভাওয়াইয়া আনি।
(১৬)
আব্বাস,কচিমুদ্দিন তিস্তাপাড়ের নোক
গড়ুরগাড়ি, নদীর পানির এ্যালা যে মড়ক;
ভাওয়াইয়া গাইতে এইগ্লা তো দরকার
সেই অবস্থা কোনটে গ্যালো যে হামার।
(চলবে)
বিষয়: বিবিধ
১১৩০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমরা কোনটেকার ছাওয়া বাহে!!
মন্তব্য করতে লগইন করুন