মোর বাড়ি অমপুর, মুই অমপুরী-২

লিখেছেন লিখেছেন মুই অমপুরী ১৫ মার্চ, ২০১৪, ০৯:৩৭:৫৯ সকাল

(৪)

এইবার যদি হয় উন্নতি হামার

মঙ্গার দেশোত হউক কারখানা-খামার;

অংমহল আছিল তো এই অমপুরোত

তাজহাট নোয়ায় তো খুব বেশী দুরোত।

(৫)

অংমহল আছিল তাই নাম অমপুর

কায়ো কায়ো কয় তো বাহে অংপুর?

স্বরবর্ণ-তে কথা শুরু হয় হামারগুলার

রুলারকে তাই হামরা কই যে ''উলার''

(৬)

রংগোক কই হামরা সোজাসুজি অং

হাসেন হাসেন না নোয়ায় তো ঢং!

রাজিয়াকে আজিয়া রিয়াজকে ইয়াজ

পিঁয়াজকে ঠিক ফির কইতো পিঁয়াজ।

(৭)

ডায়লোগ শোনেন তাইলে এ্যাকনা কং-

আজা-আনি কীবা কয় শোনেন দিয়া মন;

আনি কয়-আজা তোমার গাত কেনে অক্ত

আজা কয়-অক্ত নোয়ায় আনি--অং অং?

বিষয়: বিবিধ

১২৮৯ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192418
১৫ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৩
হতভাগা লিখেছেন :


আপনারা অংপুর বাসীরা খুবই ভাগ্যবান
১৫ মার্চ ২০১৪ সকাল ১০:০১
143255
মুই অমপুরী লিখেছেন : ঠিকেই কইছে বাহে, জিয়াওমান, এরশাদ, হাসিনা, ভোলামন্ত্রী,জয় সগায় হামার নোক--কিন্তু হামার উন্নতি নাই
192433
১৫ মার্চ ২০১৪ সকাল ১০:৫৯
শাহ আলম বাদশা লিখেছেন : ভালো লাগলো। আমার বাড়ি রংপুর না হলেও লালমনিরহাটে-রংপুরের এক জেলায়। লেখে যান-রংপুরের ঐতিহ্য তুলে আনুন পিলাচ
১৫ মার্চ ২০১৪ সকাল ১১:৪০
143283
মুই অমপুরী লিখেছেন : তোমরাও তাইলে অমপুরীই ভাই--আইসেন হাত মিলাই Good Luck Good Luck
192449
১৫ মার্চ ২০১৪ সকাল ১১:১৫
সুশীল লিখেছেন : আমিও অমপ্রুরী Tongue Tongue Tongue
১৫ মার্চ ২০১৪ সকাল ১১:৪২
143284
মুই অমপুরী লিখেছেন : বাপু হে, আইসো হামরা এক হয়া যাই--জাগো বাহে কোনটে সগায়
192462
১৫ মার্চ ২০১৪ সকাল ১১:৫১
নামহীন আমি অনামিকা লিখেছেন : বেশ মজা পেলাম রংপুরের ভাষা শুনে পিলাচ
১৫ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৫
143296
মুই অমপুরী লিখেছেন : মুইও খুশী হইছং Good Luck Good Luck Good Luck
193784
১৮ মার্চ ২০১৪ রাত ০২:২০
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনি যে এত সুন্দর কবিতা লিখেন এতদিন জানতামনা। আজ জানলাম। পড়ে খূব ভাল লাগল। ধন্যবাদ।
১৮ মার্চ ২০১৪ সকাল ০৮:৪৯
144446
মুই অমপুরী লিখেছেন : সিনেমার মতোন,মাইষে দুখখে গান গায়না বাহে? হামারো ত্যাদন দশা--দুখখে কবিতা নেখি আরকি Good Luck Good Luck
196549
২৩ মার্চ ২০১৪ দুপুর ১২:০০
নাহিদ নোমান লিখেছেন : বেশ মজা পাইলাম
২৩ মার্চ ২০১৪ দুপুর ০২:০৮
146664
মুই অমপুরী লিখেছেন : আরো মজা পাইমেন বাহে সবুর করেন এ্যাকনা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File