সংগ্রামীদের ভীরে

লিখেছেন লিখেছেন ইব্রাহিম খলিল আমিদ উরফে মশি ২১ মার্চ, ২০১৪, ১২:৩০:৪২ রাত

আগুনের লেলিহান শিখায় আমি

আমার ক্লান্ত দেহ

প্রশান্তির জন্য এসে দাবানলে

পুরে ছারখার মৃত দেহ গুলোর মাঝে আমি

এখনো বেচে আছি

কৌতুহল দৃষ্টিতে তাকিয়ে আছি

হাস্যোজল নরাচরা বিহীন মৃত মুখ গুলোর দিকে

আহা কি মৌনতা তাদের মাঝে।

পাশের পাতাহীন গাছটায়

নিভৃতে পরামর্শে বসেছে শুকুনের দল

আমি তাদের অন্তরালে বসে আছি

শুনেছি তাদের সংসাধিত বৈঠক

হ্যা, বুঝতে বাকি রইলো না

শুকুনের বেশে বসে থাকা ওরা

সিদ্ধ দুর্মতি সম্পন্ন লোক

বুঝতে বাকি রইলো না

ওরা উদ্ধত, জ্ঞানান্ধ খুনি

সংগ্রামী প্রানের সাড়া পেয়ে

যারা ছোটে আশে হিংস্র হাঙ্গরের ন্যায়।

শকুন গুলোকে তো চিনতে পারলাম।

কিন্তু, আমার পাশে পরে থাকা এরা কারা?

মাথার মধ্যে বারবার চক্রাকারে এই প্রশ্নটা উকি দিতে থাকল।

প্রশ্নের সমাধানের জন্য

আবার কান ফেরালাম মানুষ রুপি খুনিদের দলের মাঝে।

কেউ একজন উচ্চস্বরে হেসে উঠল।

হ্রিংস হাসি।

চোখ বেয়ে ছলছল করে জল গড়াতে থাকলো

আর্তনাদে ছেয়ে গেল এ মন

এই ভেবে নিজেকে শান্ত করতে চেষ্টা করলাম

আমি এখন সংগ্রামীদের ভীরে......

বিষয়: সাহিত্য

১১০৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195544
২১ মার্চ ২০১৪ রাত ১২:৪৪
ভিশু লিখেছেন : সংগ্রামীদের জীবন অমনই!
ভয়ের কিছু নেই!
এগিয়ে যান!
চলুন, সবাই হাতে হাত রেখে এগিয়ে চলি প্রকৃত মুক্তির পানে!
Praying Happy Good Luck Rose
২১ মার্চ ২০১৪ রাত ১২:৫৪
145764
ইব্রাহিম খলিল আমিদ উরফে মশি লিখেছেন : ধন্যবাদ। সংগ্রামীরা এগিয়ে যাবেই। দোয়া করবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File