"জাযাকা-আল্লাহু খাইরন" এর উত্তরে কি বলবো ?

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম ২৭ মার্চ, ২০১৪, ০৪:১০:১৮ বিকাল



আল্লাহর নামে শুরু করছি।

আল্লাহর রসূল ছল্লাল্লাহু ’আলাইহি ওয়াছাল্লাম বলেছেনঃ “কেউ

যদি কারো উপকার করে এবং এর জন্য সে যদি তাকে “জাযাকা-আল্লাহু খাইরন ( ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠﻪُ ﺧَﻴﺮً )” বলে তাহলে সে যেনো তাঁর প্রতি সর্বোচ্চ ধন্যবাদ জ্ঞাপন করলো” (বর্ণনায়ঃ আল-তিরমিযী,২০৩৫; শাইখ আলবানী সহীহ আল তিরমিযীতে হাদিসটিকে সহীহ বলেছেন)।

যেটা বলা সুন্নাহঃ পুরুষদের ধন্যবাদ দেওয়ার জন্য বলা “জাযাকা-আল্লাহু খাইরন ( ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠﻪُ ﺧَﻴﺮً )” এবং মহিলাদের জন্য বলা “জাযাকি-আল্লাহু খাইরন ( ﺟَﺰَﺍﻙِ ﺍﻟﻠﻪُ ﺧَﻴﺮًﺍ )”।

কিন্তু আমরা দেখি অনেকে শুধু বলে “জাযাকা-আল্লাহ” অথবা শুধু “জাযাক” অথবা শুধু “JZK”- এগুলো ব্যবহারের জন্য আমরা মোটেই পরামর্শ দিই না। কাজেই এগুলোর পরিবর্তে সুন্নাহের উপর আমল করা উচিত এবং সংক্ষেপ করাকে পরিহার করা উচিত। যারা “জাযাকা-আল্লাহু খাইরন” বলে তাদের প্রতি সর্বোত্তম জবাব কোনটি?

যখন উছাইদ ইবনে হাদাইর রদিয়াল্লাহু’আনহু রছুলুল্লাহ

ছল্লাল্লাহু’আলাইহিওয়াছাল্লামকে বললেনঃ “হে আল্লাহর রসূল, জাযাকা- আল্লাহু খাইরন!” তখন রসূল ছল্লাল্লাহু’আলাইহিওয়াছাল্লাম বললেনঃ “ওয়া আনতুম ফা-জাযাকুমু-আল্লাহু খাইরন ( ﻭَﺃَﻧْﺘُﻢْ ﻓَﺠَﺰَﺍﻛُﻢُ ﺍﻟﻠَّﻪُ ﺧَﻴْﺮًﺍ)” (অর্থঃ তোমাকেও আল্লাহ উত্তম প্রতিদান দিন) (শাইখ

আলবানী আল-সহীহার ৩০৯৬ নং হাদিসে একে সহীহ বলেছেন, আল- তা’লিকাতুল হিসান আল সহীহ ইবনে হিব্বান ৬২৩১)।

হাদিসে এমন কোনো প্রমাণ নেই যেখানে নবী ছল্লাল্লাহু’আলাইহিওয়াছাল্লাম “ওয়া ইয়াকুম (ﻭﺇﻳﺎﻛﻢ )” (অর্থঃ তোমার প্রতিও দয়া হোক) বলে জবাব দিয়েছেন। কাজেই সঠিক সুন্নাহর অনুসরণ করাই উত্তম—যার জবাব

হলোঃ “ওয়া আনতুম ফা-জাযাকুমু-আল্লাহু খাইরন ( ﻭَﺃَﻧْﺘُﻢْ ﻓَﺠَﺰَﺍﻛُﻢُ ﺍﻟﻠَّﻪُ ﺧَﻴْﺮًﺍ)”। আল্লাহই সবচেয়ে ভালো জানেন।

বিষয়: বিবিধ

১১৫৪৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198765
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৫
198794
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৩
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ১. আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য।
২. উপরের ১নং মন্তব্যটি আপনার পোষ্টের সাথে কি সম্পর্ক? একটু ব্যাখ্যা করবেন।
৩. জাযাক এবং অন্যান্য শব্দাবলী দ্বারা কি বুঝানো হয়েছে? তা ব্যাখ্যা করবেন।
৪. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ-এই বাক্যটি কুরআনে বা হাদীসে কোথায় আছে? তথ্য সূত্র জানা থাকলে মেহেরবানী করে শেয়ার করবেন।
198810
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
জেদ্দাবাসী লিখেছেন : জাযাকা-আল্লাহু খাইরন! শব্দটা এখানে চলতি ভাষায় জাযাকাল্লাহ খায়ের বলতে শুনেছি জবাবে কেউ আল্লাহ আতিক এলাফিয়া অথবা কেউ আল্লাহ বারিক ফি বলতে শুনা যাই ।
জাযাকাল্লাহ খায়ের'এর উত্তরে ওয়া ইয়াকুম কথাটা এবং ব্লগে অনেককে লিখতে দেখা যায় এই দরনের আর একটা শব্দ (যেটা এইমুহুর্তে মনে হচ্ছে না ) এখানে আমি কারো মুখে শুনিনাই ।

হাদিসের রেওয়াত জানতে পেরে ভালো লাগলো


জাযাকা-আল্লাহু খাইরন

199039
২৮ মার্চ ২০১৪ রাত ০২:৫৬
মাটিরলাঠি লিখেছেন : ধন্যবাদ! এই বাক্যটি সম্বন্ধে ভালো ধারনা ছিল না। আল্লাহ্‌ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আ-মী-ন।



মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File