আসুন,জেনে নেই একটি চমৎকার হাদিস

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম ২২ মার্চ, ২০১৪, ১১:৫৩:২২ সকাল

বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর। শান্তি অবতীর্ণ হোক হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর।

আবূ হুরাইরা (রা) হতে বর্ণীতঃ

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ আল্লাহ তা'আলা সাত ব্যক্তিকে সেই দিনে তাঁর (আরশের) ছায়া দান করবেন যেদিন তাঁর (রহমতের) ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। তাঁরা হলঃ

(ক) ন্যায় পরায়ণ বাদশাহ (রাষ্ট্রনেতা),

(খ) সেই যুবক যার যৌবন আল্লাহ তা'আলার ইবাদতে অতিবাহিত হয়,

(গ) সেই ব্যক্তি যার অন্তর মসজিদসমূহের সাথে লটকে থাকে (মসজিদের প্রতি তাঁর মন সদা আকৃষ্ট থাকে),

(ঘ) সেই দুই ব্যক্তি যারা আল্লাহ্‌র সন্তুষ্টিলাভের উদ্দেশ্যে পরস্পরের সাথে বন্ধুত্ব ও ভালবাসা স্থাপন করে; যারা এই ভালবাসার উপর মিলিত হয় এবং এই ভালবাসার উপরেই চিরবিচ্ছিন্ন (তাদের মৃত্যু) হয়।

(ঙ) সেই ব্যাক্তি যাকে কোন কুলকামিনী সুন্দরী (ব্যভিচারের উদ্দেশ্যে) আহ্বান করে; কিন্তু সে বলে, "আমি আল্লাহকে ভয় করি"

(চ) সেই ব্যক্তি যে দান করে গোপন করে; এমনকি তাঁর ডান হাত যা প্রদান করে, তা তাঁর বাম হাত পর্যন্তও জানতে পারে না।

(ছ) আর সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে; ফলে তাঁর উভয় চোখে পানি বয়ে যায়।

সহীহ বুখারী, ১ম খন্ড, হাদীস ৬৬০

বিষয়: বিবিধ

১১৯২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196113
২২ মার্চ ২০১৪ দুপুর ০২:১৮
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো । অনেক ধন্যবাদ
196167
২২ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৭
আমি মুসাফির লিখেছেন :
196227
২২ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৯
শফিউর রহমান লিখেছেন : ধন্যবাদ। খুবই দরকারী একটি হাদীস আমাদের নিজেদেরকে সংশোধন করার জন্য।
196302
২২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। জাজাকাল্লাহু খায়রান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File