বিখ্যাত মণিষীদের বিখ্যাত বাণি (পর্ব-৩)

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম ২১ মার্চ, ২০১৪, ০৫:৩৬:১৭ বিকাল

বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর। শান্তি অবতীর্ণ হোক হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর।

১১. ইমাম আন-নববী (রহঃ) বলেনঃ

যেসব ক্ষেত্রে গীবত করা বৈধ-

১। অত্যাচারীর অত্যাচার প্রকাশ করার জন্য।

২।সমাজ থেকে অন্যায় দূর করা এবং পাপীকে সঠিকপথে ফিরিয়ে আনার ব্যাপারে সাহায্য করার জন্য।

৩।হাদীছের সনদ যাচাই করা ও ফতওয়া জানার জন্য।

৪।মুসলিমদেরকে মন্দ থেকে সতর্ক করা ও তাদের মঙ্গল কামনার ক্ষেত্রে।

৫। পাপাচার ও বিদআতে লিপ্ত হলে তা প্রকাশ করার ক্ষেত্রে।

৬। প্রসিদ্ধ নাম ধরে পরিচয় দেওয়ার ক্ষেত্রে ।(ইমাম আন-নববী, রিয়াদুস-সালেহীন, ২৫৬ অনুচ্ছেদ, পৃঃ ৫৭৫)

১২. ইমাম হাসান আল বসরী (রাহিমুল্লাহ)---

"আমি এমন কিছু লোকের সাথে সাক্ষাত করেছি যারা নিজেদের অর্থের চেয়ে নিজেদের সময়ের জন্য বেশি কৃপণ।"

১৩. ফুজায়েল ইবন ইয়াদ বলছেন, মানুষ হচ্ছে বোকা এবং বুদ্ধিহিন।(তুমি জান) তোমার জীবন ছোটো কিন্তু তোমার আশা অসীম। -সিয়ার ৮/৪৪০

১৪. শাইখ মুহাম্মাদ বিন সালেহ উসাইমিন(রাহিমাহুল্লাহ)--

"একজন ব্যক্তি তার অন্তরের পরিশুদ্ধির জন্য সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইবে, এটা যথাযথ একটি কাজ। অন্তরের কাজকর্মের দিকে তার মনোযোগ দেয়া প্রয়োজন। কোন ব্যক্তি তার শরীরের কাজগুলোর প্রতি যতটা যত্ন নেয় তার চেয়ে অবশ্যই অনেক বেশি যত্ন নেয়া উচিত তার অন্তরের কাজগুলোর প্রতি, কেননা শরীরের কাজগুলো ঈমানদার এবং মুনাফিক সকলেই করে।”

১৫. শায়খ উবাইদ আল জাবারী---

“যে ব্যক্তির মানহাজ এ গলদ আছে, বিশ্বাস রাখুন যে এ গলদ তার আকিদা পর্যন্ত পৌছায়।যদি আকিদাহ সঠিক উপায়ে সঠিক থাকে, তবে মানহাজ ও সঠিক থাকবে।”

বিষয়: বিবিধ

১১৭২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195769
২১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০০
শিশির ভেজা ভোর লিখেছেন : “যে ব্যক্তির মানহাজ এ গলদ আছে, বিশ্বাস রাখুন যে এ গলদ তার আকিদা পর্যন্ত পৌছায়।যদি আকিদাহ সঠিক উপায়ে সঠিক থাকে, তবে মানহাজ ও সঠিক থাকবে।


এটা সঠিক বুঝতে পারলাম না।
২২ মার্চ ২০১৪ রাত ১০:৫৩
146495
মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম লিখেছেন : এর ওরথো হোলো,যে বেকতি ইসলামের real পথ বেতিতো ওননো কোনো পথে ইসলাম শিখে তার মানহাজ বা পথ ঠিক নাই। আমাদের মানহাজ হবে কুরআন ও সুননাহ এবং সাহাবিদের আমল। এর বাইরে ইসলাম খুজলে ওটা ভুল মানহাজ হবে।
195773
২১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
195777
২১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
ইকুইকবাল লিখেছেন : ভালো লাগলো
195782
২১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ
195847
২১ মার্চ ২০১৪ রাত ০৯:২৮
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমি গ্যাঞ্জাম খান ওরফে একজন অখ্যাত ব্যক্তি হিসেবে আমার কুনো বানী এহানে উল্লেখ করণ যায় না?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File