প্রশ্ন : ফেরেশতা সম্পর্কে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম ২০ মার্চ, ২০১৪, ০৭:০৬:৪৬ সন্ধ্যা



উত্তর : ফেরেশতামন্ডলী নূরের তৈরী আল্লাহর একটি বিশেষ সৃষ্টি (মুসলিম হা/২৯৯৬)। তাঁদের প্রতি ঈমান আনা ঈমানের অন্যতম রুকন (বাক্বারা ২/২৮৫; বুখারী হা/৫০)। আল্লাহ তা‘আলা তাঁর আনুগত্যের জন্য তাদেরকে সৃষ্টি করেছেন এবং পৃথিবী পরিচালনার ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত রেখেছেন (বুখারী হা/৩২৩৬; তিরমিযী হা/২৪৩১)। আল্লাহ তা‘আলার কোন আদেশ তাঁরা অমান্য করেন না (তাহরীম ৬)। তাঁদের পানাহারের প্রয়োজন পড়ে না। দিনে-রাত্রে ক্লান্তিহীনভাবে তাঁরা শুধু পবিত্রতা বর্ণনায়ই লিপ্ত থাকে (আম্বিয়া ২০, ফুছছিলাত ৩৮)। তারা আকৃতি পরিবর্তনে সক্ষম (মারইয়াম ১৭, মুসলিম হা/১৬৭)। রাসূলুল্লাহ (ছাঃ) জিবরীল (আঃ)-কে তার নিজ আকৃতিতে দেখেছেন যে তার ৬০০ টি ডানা বা পাখা আছে (বুখারী হা/৪৮৫৭)। তাদের সংখ্যা এত বেশী যে, সপ্তম আসমানে বায়তুল মামুর নামক মসজিদে প্রতি ওয়াক্তে সত্তর হাযার ফেরেশতা একত্রে ছালাত আদায় করে। যারা একবার সেখানে শামিল হয়েছে, ক্বিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর সুযোগ পাবেনা (বুখারী হা/৩৬৭৪, মুসলিম হা/৪২৯)।

বিষয়: বিবিধ

১১৮২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195350
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
নীল জোছনা লিখেছেন : It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me!
195351
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
ফেরারী মন লিখেছেন : আপনার পোষ্টের মাধ্যমেই তো অনেক কিছু জানলাম আমরা আর কি জানাবো বলেন।
195473
২০ মার্চ ২০১৪ রাত ০৯:৫৪
এলিট লিখেছেন : আপনি তো নিজেই সব কিছু বলে দিলেন। এর পরে আবার কি জানতে চান। বিশেষ কোন প্রশ্ন থাকলে সেটা জিজ্ঞেস করুন। সাধ্যমত উত্তর খুজে বের করার চেস্টাকরব।
195476
২০ মার্চ ২০১৪ রাত ১০:০২
দ্য স্লেভ লিখেছেন : ফেরেসতারা আল্লাহর বিশেষ সৃষ্টি। তাদের সম্পর্কে যতটুকু তথ্য কুরআন-হাদিস থেকে জানা যায় তার বাইরে কোনো তথ্য নেই। তারা আল্লাহর আদেশ পালন করেন। কিন্তু তারা আল্লাহর কোনো গুনের অংশ নয়। আল্লাহ একক কতৃত্বশীল,অসীম সত্ত্বা। জিহাদের ক্ষেত্রে অবতীর্ণ একটি আয়াতে আল্লাহ বলেছেন তিনি ৫হাজার ফেরেশতা দ্বারা সাহায্য করবেন,আবার এও বলেছেন এটা শুধু তোমাদেরকে সান্তনা দেওয়ার জন্যে। মূলত সাহায্যের জন্যে আল্লাহই যথেষ্ট।

আল্লাহ সকল অহংকারের একচ্ছত্র অধিপতি। তিনি অহংকার প্রকাশ করতে পছন্দ করেন। আর তাই বিভিন্ন সৃষ্টির থেকে ইবাদত গ্রহন করেন। ফেরেশতারা তার গুনগান করার জন্যে সৃষ্ট। বুখারীর একটি হাদীসে আছে-যখন কোনো আসরে আল্লাহকে শ্মরন করা হয় তখন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন তারা কি করছে...কি চাচ্ছে....মূলত: আল্লাহ জানেন তারা আসলে কি বলছে এবং কি চাচ্ছে..কিন্তু তিনি ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করেন। এটা তার অহঙ্কার প্রকাশের একটি বিষয় । আমাদের সামনে ফেরেশতাদের দায়িত্বের কথাও তিনি এভাবে বলেছেন। মুলত তিনিই সকল বিষয়ে একচ্ছত্র ক্ষমতার অধিপতি। আর অনেক বিষয়ে আমাদের কাছে জ্ঞান আসেনি। সে বিষয়ে অনুমান করে মন্তব্য করাও দোষের হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File