বিখ্যাত মণিষীদের বিখ্যাত বাণি (পর্ব-১)
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম ১৯ মার্চ, ২০১৪, ১০:৫০:১৯ রাত
বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর। শান্তি অবতীর্ণ হোক হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর।
১. রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তিনটি গুণ যার মধ্যে রয়েছে, সে ঈমানের স্বাদ
অনুভব করবে : (১) আল্লাহ ও তাঁর রাসূল তার কাছে গোটা সৃষ্টিজগত অপেক্ষা অধিক প্রিয় হওয়া। (২) মানুষকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা।
(৩) কুফরিতে ফিরে যাওয়া তার কাছে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপ্রিয় ও অপছন্দনীয় হওয়া।’ [বুখারী : ১৬; মুসলিম :১৭৫]
২. উমার ইবনুল খাত্তাব (রাঃ)---
“আমি ঐ সময়ের ভয় করি যখন কাফেররা তাদের মিথ্যাচারকে নিয়ে গর্ববোধ করবে আর মুসলিমরা তাদের ঈমানের জন্য লজ্জিত হবে।”
৩. ইমাম আত-তাবারী (রাহিমাহুল্লাহ) [মৃত্যু ৩১৪ হিজরী, বাগদাদ]---
“সেই মানুষকে দেখে আমি বিষ্মিত হই যিনি কুরআন তিলাওয়াত করেন অথচ তার ব্যাখ্যা জানেন না। এমন একজন মানুষ কী করে তার তিলাওয়াতে কোন আনন্দ পেতে পারে?”
৪. ইমাম শা‘বী (রাহিমাহুল্লাহ) বলেনঃ "ইলম হলো তিন বিঘত পরিমাণ : যে তা এক বিঘত পরিমাণ লাভ করে সে নাক উঁচু করে এবং ভাবে সে বুঝি পেয়েই গেছে। আর যে দ্বিতীয় বিঘত পায় সে নিজেকে ছোট ভাবে এবং ভাবে সে কিছুই পায় নি। আর তৃতীয় বিঘত, হায় হায় তা কেউ কখনো পায়নি।"
৫. সুফিয়ান সাওরী (রাহিমাহুল্লাহ) বলেনঃ ‘আমার মা আমাকে বলতেন, হে আমার প্রাণপ্রিয় পুত্র, একমাত্র আমলের নিয়ত ছাড়া তুমি ইলম শিখ না, অন্যথায় তা কিয়ামতের দিন তোমার জন্য বিপদের কারণ হবে’।
বিষয়: বিবিধ
১৩১৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অন্যান্যগুলো ভাল , তবে এটা বেশ মনে ধরেছে
''২. উমার ইবনুল খাত্তাব (রাঃ)---
“আমি ঐ সময়ের ভয় করি যখন কাফেররা তাদের মিথ্যাচারকে নিয়ে গর্ববোধ করবে আর মুসলিমরা তাদের ঈমানের জন্য লজ্জিত হবে।” ''
আর এজন্যই মুসলমানদের উপর আজ কাফেররা ছড়ি ঘোরাচ্ছে ।
মন্তব্য করতে লগইন করুন