শায়খ মুহাম্মদ বিন রামযান আল হাজিরি এর সংক্ষিপ্ত জীবনী

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম ১৮ মার্চ, ২০১৪, ০৮:৫৭:২০ রাত

প্রনয়নেঃ

এম এইচ রনি সালাফী , বি এ অনার্স (ইসলামিক স্টাডিস)।

দারুল ইহসান বিশ্ববিদ্যালয়

বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর। শান্তি অবতীর্ণ হোক হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর।

শায়খ মুহাম্মদ বিন রামযান আল হাজিরি এর সংক্ষিপ্ত জীবনী:

শায়খ রামযান নামে পরিচিত। তাঁর পুরো নাম হলঃ মুহাম্মদ বিন রামযান আল হাজিরি।

আমি নিজে একবার তাঁর একটি ভিডিও দেখেছিলাম, যেখানে তিনি অযু কিভাবে করতে হয় তা দেখাচ্ছিলেন। বিশ্বাস করেন, শায়খ অযু শিখানোর জন্য ২৮ মিনিট সময় নিয়েছেন। এবং তিনি নিজে অযু করে দেখিয়েছেন। এবং অযুতে আমরা যেসব ভুল করে থাকি তা বলছিলেন। সুবাহানাল্লাহ, শায়খ রামাযান বাবহারিক ভাবে ইসলামের বিধিবিধান যে ভাবে শিক্ষা দেন, তা আমাদের জন্য খুব এ উপকারী।

শায়খ রামযান হলেন কুরআন ও সুন্নাহের গভীর জ্ঞান সম্পন্ন আলেম। সালাফে-আস-সালেহিন দের অনুসরণের জন্য তিনি বিখ্যাত। শায়খ রামযান হলেন সৌদি আরবের জুবাইল নামক স্থানের শায়খ।

শায়খ রামযান ফিকাহ তে মাস্টার্স করেছেন ইমাম ইবনে সাউদ বিশ্ববিদ্যালয় থেকে এবং এছাড়াও তিনি শায়খ বিন বাযের নিকট ১২ বছর পড়াশোনা করেছেন। তিনি

শায়খ উসাইমীন,

শায়খ রাবী বিন হাদী,

শায়খ মুহাম্মদ আমান আল-জামি,

শায়খ হাম্মাদ আল- আন-সারী,

শায়খ উবাইদ আল জাবারী,

শায়খ ইয়াহিয়া নাযমি প্রমুখ শায়খদের নিকট থেকে এলেম হাসিল করেছেন।

শায়খ ইয়াহহিয়া আন-নাযমী কে শায়খ রামযান সম্পর্কে জিজ্ঞেস করা হলে শায়খ বলেন, শায়খ রামযান হলেন সুন্নাহের আলেম।

শায়খ মুহাম্মদ বিন হাদী আল-মাদখালী শায়খ রামযান এর প্রশংসা করেছেন এবং তাঁর জন্য দুয়া করেছেন।

শায়খ রামযান সবসময় অন্যান্য আলেমদের সাথে যোগাযোগ রাখেন, শায়খদের সাথে বসেন। এবং তাঁর সাথে অন্যান্য সালাফি শায়খদের খুব ভাল সম্পর্ক। শায়খ রামযান প্রায়ই সালাফি আলেম যেমন, শায়খ উবাইদ আল জাবারী, শায়খ রাবী, শায়খ সালেহ আস-সুহাইমী, শায়খ ফালাহ ইসমাইল , শায়খ ওয়াসিউল্লাহ সহ অন্যান্য সালাফি আলেমদের সাথে বসেন।

শায়খ রামযান অনেক দিন ধরে বিভিন্ন বিষয়ের উপর অনেকগুলো ক্লাস করিয়েছেন এবং এখনও করাচ্ছেন। নীচে কয়েকটি দেয়া হলঃ

১। উমদাতুল আহকাম ( হাদিস/ফিকাহ)।

২। ৪০ হাদিস (হাদিস)।

৩। আল-কাওাইদ আল-আরবায়া (আকীদা)।

৪।আল-উসুল আল-সালাসা (আকীদা)।

৫।কিতাবুত-তাওহীদ

৬।কাস্ফুস সুবাহাত

৭। উসুল আস সিত্তা

৮। আল-ওয়াসিতিয়াহ

৯। আত-তাহাভিয়াহ

১০। লামায়াতুল ইতিকাদ

১১। শারহ আল সুন্নাহ অফ ইমাম আল বার-বাহারী

১২। ইবানাহ আল সুঘ্রা

১৩।মাসাইল আল জাহিলিয়াহ

১৪। ফাযহ্লুল ইসলাম

১৫। মুখতাসার যাআদ আল মায়াদ অফ ইমাম মুহাম্মদ ইবন আব্দুল ওয়াহাব

১৬। আল রাহাবিয়াহ

১৭। আল ওয়ারাকাত

১৮। আল বায়কুনিয়াহ

১৯। কিতাব ইবাদাত মিন মানহাজ আল সালিকীন

২০। আল মুলাখাস আল ফিকহি সালেহ আল ফাওযান

এছাড়াও আরও অনেক ক্লাস তিনি করান ।

বর্তমানে জুবাইলে প্রতি রবিবার বাদ মাগরিব কিতাবুত তাওহীদ এর দরস দেন। প্রতি ব্রিহস্প্রতিবার তাফসীর এ ইবনে কাসির পড়ান ।

এবং শায়খ সাপ্তাহিক ভাবে দাম্মামে, খাফজি এবং নাইয়িরাহ তে দরস দেন। শায়খ প্রায়ই বিভিন্ন দেশে ক্লাস করানোর জন্য যান। সরকারি ভাবেও তিনি অনেক দেশে সফরে যান।

শায়খ খুব সাধারণ জীবনযাপন করেন। বিলাসিতা করেন না। শায়খ রামযান দাওয়াতি কাজের ক্ষেত্রে কখনো অলসতা করেন না। তাঁর ক্লাস সবার জন্য উন্মুক্ত। তিনি ক্লাস চলাকালিন অনেক জটিল বিষয় খুব সুন্দর করে বুযিয়েদেন। শায়খ রামযান এর ব্যবহার এর জন্য তিনি আলাদাভাবেও পরিচিত।

পরিশেষে বলতে চাই, আমরা যারা যুবক, আমরা যারা সঠিক ভাবে দ্বীন শিখতে চাই তাদের জন্য শায়খ রামযান হতে পারে অন্যতম উপায়। এখনও সালাফি আলেম রা দুনিয়াতে আছেন, তাই তাদের সম্পর্কে জানতে হবে, তাদের কাছ থেকে এলেম নিতে হবে। কারণ রাসুল সাল্লাহুয়ালাইহিসাল্লাম এর হাদিস অনুযায়ী এলেম থাকবে কিন্তু আলেম থাকবে না। তাই আমাদের সচেতন হতে হবে। এবং কুরআন- সুন্নাহের সহিহ আলেমদের কাছে ফিরে যেতে হবে।

বিষয়: বিবিধ

১২০০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194368
১৮ মার্চ ২০১৪ রাত ১০:৪১
নীল জোছনা লিখেছেন : সুন্দর ঘটনাবহুল জীবনী উনার। আল্লাহ উনাকে বেহেশত নসীব করুক আমিন
১৯ মার্চ ২০১৪ সকাল ১১:৩২
145122
মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম লিখেছেন : আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File