পরিচয় পর্ব

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম ১৫ মার্চ, ২০১৪, ০৪:১৪:৪৩ বিকাল

বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর। শান্তি অবতীর্ণ হোক হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর।

আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ আল্লাহর দাস। আমি একজন মুসলিম। মুসলিম সেই ব্যক্তি যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। আমি ঢাকায় থাকি। বর্তমানে আমি একজন ছাত্র। আমার প্রিয় বিষয় "সহিহ হাদিসের আলোকে আল কুরআনের তাফসির"। যেহেতু আমি একজন মুসলিম ছাত্র তাই আমি ৭০ ভাগ দীনি জ্ঞান এবং ৩০ ভাগ পার্থিব জ্ঞান অর্জন করি। দীনি জ্ঞান হল- তাফসির,হাদিস,ফিকাহ,ইসলামের ইতিহাস,আরবি ভাষা ইত্যাদি। আর পার্থিব বা দুনিয়াবি জ্ঞান হল যা ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ এবং দুনিয়ায় প্রয়োজন,যেমন- পদার্থবিজ্ঞান,রসায়ন,গনিত,ইংরেজি,ব্যবসা শিক্ষা,অর্থনীতি, ইতিহাস,ভূগোল,জীববিজ্ঞান,কম্পিউটার শিক্ষা ইত্যাদি।

যাই হোক,ইসলাম ধর্মে ইলম বা জ্ঞান অর্জন এর অত্তাধিক গুরুত্ত রয়েছে। এটাই আমার টুডে ব্লগের প্রথম লেখা। আমার লেখালেখির মুল বিষয় ইসলাম। অবশ্য আমার লেখা গুলোকে নোট বলা যায়। আগে নোট করতাম খাতায় ,তখন কেও পড়তো না। এখন নোট করছি ব্লগে,যাতে মানুষ নোট গুলো এখান থেকে পায়। ব্লগের মুসলিমরা নোট গুলো থেকে যাতে উপকার পায় এবং অমুসলিমরা ইসলাম সম্বন্ধে জানতে পারে, এই ইচ্ছা মহান আল্লাহর কাছে রাখছি।

মহান আল্লাহ,আমাকে তুমি ক্ষমা কর,তুমি বড় দয়াবান,তুমি বড় ক্ষমাবান। আমাকে তুমি সঠিক পথ প্রদর্শন কর এবং আমার পাপ মোচন কর। আমীন।

বিষয়: বিবিধ

১২৮৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192562
১৫ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৮
রাইয়ান লিখেছেন : আপনার সুন্দর প্রয়াসে স্বাগতম। এগিয়ে চলুন ন্যায় ও সত্যের পথে .... টুডে ব্লগে আপনার পথ চলা সুন্দর হোক।
১৬ মার্চ ২০১৪ রাত ০৯:৫৮
143872
মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম লিখেছেন : ধন্যবাদ ,পাশে থাকবেন বোলে আশা কোরি।
192565
১৫ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪০
সন্ধাতারা লিখেছেন : Most welcome. It is appreciable to discus about Islam so people can learn something new or share each other. Great Allah may accept all.
১৬ মার্চ ২০১৪ রাত ০৯:৫৯
143873
মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম লিখেছেন : ধন্যবাদ ,পাশে থাকবেন বোলে আশা কোরি।
192568
১৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৫
ফেরারী মন লিখেছেন : মহান আল্লাহ,আমাকে তুমি ক্ষমা কর,তুমি বড় দয়াবান,তুমি বড় ক্ষমাবান। আমাকে তুমি সঠিক পথ প্রদর্শন কর এবং আমার পাপ মোচন কর। আমীন।

রাইয়ান লিখেছেন : আপনার সুন্দর প্রয়াসে স্বাগতম। এগিয়ে চলুন ন্যায় ও সত্যের পথে .... টুডে ব্লগে আপনার পথ চলা সুন্দর হোক।
১৬ মার্চ ২০১৪ রাত ১০:০০
143874
মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম লিখেছেন : Rolling on the Floor <:-P Winking)
192573
১৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩২
নীল জোছনা লিখেছেন : ব্লগে আপনাকে স্বাগতম
১৬ মার্চ ২০১৪ রাত ১০:০১
143875
মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম লিখেছেন : ধন্যবাদ ,পাশে থাকবেন বোলে আশা কোরি।
192580
১৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : টুডে ব্লগে আপনাকে স্বাগতম ,আমি ও আব্দুল্লাহ। Rose Rose
১৬ মার্চ ২০১৪ রাত ১০:১৮
143889
মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম লিখেছেন : ধন্যবাদ , আমি নামে ও কামে আব্দুল্লাহ হোতে চাই। আমার জন্য আললাহর কাছে দোয়া কোরবেন।
192836
১৬ মার্চ ২০১৪ সকাল ০৬:৩৭
শেখের পোলা লিখেছেন : আমরা সবাই আব্দুল্লাহ৷ আপনাকে স্বাগতম৷
১৬ মার্চ ২০১৪ রাত ১০:২০
143890
মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম লিখেছেন : ধন্যবাদ , আমি নামে ও কামে আব্দুল্লাহ হোতে চাই। আমার জন্য আললাহর কাছে দোয়া কোরবেন। আললাহ আপনার মোংগোল কোরুক।
192845
১৬ মার্চ ২০১৪ সকাল ০৮:৪৩
ইমরান ভাই লিখেছেন : মাশাআল্লাহ আল্লাহ আপনার নোটে বরকত দিন আমিন।
১৬ মার্চ ২০১৪ রাত ১০:২০
143891
মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম লিখেছেন : আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File