পরিচয় পর্ব
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম ১৫ মার্চ, ২০১৪, ০৪:১৪:৪৩ বিকাল
বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর। শান্তি অবতীর্ণ হোক হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর।
আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ আল্লাহর দাস। আমি একজন মুসলিম। মুসলিম সেই ব্যক্তি যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। আমি ঢাকায় থাকি। বর্তমানে আমি একজন ছাত্র। আমার প্রিয় বিষয় "সহিহ হাদিসের আলোকে আল কুরআনের তাফসির"। যেহেতু আমি একজন মুসলিম ছাত্র তাই আমি ৭০ ভাগ দীনি জ্ঞান এবং ৩০ ভাগ পার্থিব জ্ঞান অর্জন করি। দীনি জ্ঞান হল- তাফসির,হাদিস,ফিকাহ,ইসলামের ইতিহাস,আরবি ভাষা ইত্যাদি। আর পার্থিব বা দুনিয়াবি জ্ঞান হল যা ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ এবং দুনিয়ায় প্রয়োজন,যেমন- পদার্থবিজ্ঞান,রসায়ন,গনিত,ইংরেজি,ব্যবসা শিক্ষা,অর্থনীতি, ইতিহাস,ভূগোল,জীববিজ্ঞান,কম্পিউটার শিক্ষা ইত্যাদি।
যাই হোক,ইসলাম ধর্মে ইলম বা জ্ঞান অর্জন এর অত্তাধিক গুরুত্ত রয়েছে। এটাই আমার টুডে ব্লগের প্রথম লেখা। আমার লেখালেখির মুল বিষয় ইসলাম। অবশ্য আমার লেখা গুলোকে নোট বলা যায়। আগে নোট করতাম খাতায় ,তখন কেও পড়তো না। এখন নোট করছি ব্লগে,যাতে মানুষ নোট গুলো এখান থেকে পায়। ব্লগের মুসলিমরা নোট গুলো থেকে যাতে উপকার পায় এবং অমুসলিমরা ইসলাম সম্বন্ধে জানতে পারে, এই ইচ্ছা মহান আল্লাহর কাছে রাখছি।
মহান আল্লাহ,আমাকে তুমি ক্ষমা কর,তুমি বড় দয়াবান,তুমি বড় ক্ষমাবান। আমাকে তুমি সঠিক পথ প্রদর্শন কর এবং আমার পাপ মোচন কর। আমীন।
বিষয়: বিবিধ
১২৭৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাইয়ান লিখেছেন : আপনার সুন্দর প্রয়াসে স্বাগতম। এগিয়ে চলুন ন্যায় ও সত্যের পথে .... টুডে ব্লগে আপনার পথ চলা সুন্দর হোক।
মন্তব্য করতে লগইন করুন