লেচু ...
লিখেছেন লিখেছেন টুটুল মাহমুদ ১৭ মে, ২০১৪, ১০:৫৮:৫৮ সকাল
-ভাই আয়োনের টাইমে আমার জয়েন্যে লেচু নিয়ে আইয়ো।
- এই সময়ে লেচু কই পামু? লেচু কি বাজারে ঊঠছে?
-হো উঠছে, কাল আমি মায়ের লগে কামে গেছিলাম সাহেবদের বাড়িতে। সাহেবের যে পুতুলের লাগান মাইয়াডা আছে হেরে খাইতে দেখছি।
মায়ে চেঁচিয়ে উঠলো- থাপড়াইয়া দাত ফালায় দেবো, বজাত মেয়ে... যা দেখবো তাই চাইবো... তর বাপে ট্যাকার গাছ লাগায় গ্যাছে?
- তার পরেও আস্তে করে কইলাম, ফেরার টাইমে দেখুমনে।
নিচু মাথা উচু করে বড় বড় চোখে তাকিয়ে থাকলো বইনে। আশা নিরাশায় ভরা চোখ।
ইসস, আরো একটু বড় হইতাম! বয়সটা এখন ১৩ না হইয়া ২৫ হইতো! তাইলে অনেক বস্তা টানতে পারতাম। বিশ বস্তা মাথায় টাইনাই বুকের চান্দি ফাইটা যাইতেছে।সূর্যের ত্যাজ মনে কয় আজ একটু বেশি! বেশি হয়োনের আর টাইম পাইলো না! বাসার চাইল কিনতে হবি, বইনের লেচু .... নাহ আর বসে থাকলে হবি না।
সন্ধ্যার তনে বইনে লেচু দুইডা হাতে লইয়া ঘুরতাছে। খায়না.... খাইলেই শ্যাইষ! আজিব...! তাইলে আনতে কইলি ক্যা!! বাসায় ফিরত আইয়া লেচু দুইডা হাতে দিলে আ..রে.. খুশি। হাঁসতে হাঁসতে চোখ দিয়া পানি বাইর কইরা ফালছে। হাড় ভাঙ্গা খাটুনি শ্যাষে বিশ ট্যাকা দিয়া দুইডা লেচু ক্যাননের সময় কষ্ট লাগছেল। বইনের হাতে লেচু দুইডা দেয়োনের পর থিকা অনেক ভালা লাগতেছে। মায়ে বেশি খুশি নাকি বইনে এইটা বুঝতে কষ্ট হইতেছে। আমি বুঝবার পারিনা, আমার কথা বাদই দিলাম, আমার বইনের এই হাসিডা না দেইখ্যা আমার বাপে কেমনে অন্য বউ লইয়া থাকে!! আহ ...
বিষয়: বিবিধ
১৫৫২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন