স্বঘোষিত চ্যতনাবাজদের হাত থেকে আল্লাহ্‌ আমাদের রক্ষা করুন।

লিখেছেন লিখেছেন টুটুল মাহমুদ ১৯ মার্চ, ২০১৪, ১০:০৫:৫৬ সকাল



সময় এসেছে চেতনা ব্যবসায়ীদের চেতনার উৎপাদন বন্ধ করা। তাঁরা নিজে থেকে না করলে এদেশের আপামর জনসাধারণের উচিৎ এই ব্যবসায়ীদের টুটি চেপে ধরা। কিছুদিন আগেই আমরা দেখেছি আমাদের সোনার ছেলেদের চেতনা উপচে পড়ে বিশেষ অঙ্গের উপর ঝাঁপিয়ে পড়তে, যথারীতি মাথা ও হাতে জাতীয় পতাকা জড়ানো অবস্থায়। শাহাবাগে দেখেছি জাতীয় পতাকা রাস্তায় বিছানোর নামে পদদ্বলিত করতে। জাতীয় পতাকা মাথায় বেঁধে বিশ্বজিৎ কে প্রকাশ্যে হত্যা করতে দেখেছি।

গতকাল থেকে অনলাইনে ঘুরে বেড়াচ্ছে আর এক চেতনার দৃষ্টান্ত। বিশিষ্ট চ্যতনা বাজ ইসলাম নিয়ে ব্যাঙ্গকারী চটিবাজ এফডিসির বর্তমান মহাপরিচালক নাস্তিক পীযূষ বন্দোপধ্যায়ের রক্ষিতা অভিনয় শিল্পী জয়া তার পোষা কুকুরকে চ্যতনার শিক্ষাদিতে যেয়ে থেরাপী সরূপ জাতীয় পতাকা গায়ে জড়িতে দেয়। অনেকে মনে করেন চ্যতনা উপচে পড়ে কুত্তার গায়ে যেয়ে ঝাঁপিয়ে পড়েছে। আর নিজের পরিধেয় বস্ত্রে লাল জামার উপর দিয়ে সবুজ অন্তর্বাস প্রকাশীয়মান আছে। এহেন কাজে রাজাকারেরা স্তম্ভিত হলেও স্বঘোষিত চ্যতনা ধারীরা এখনও নিজেদের অচেতন করে রেখেছে।

দোয়া করি আল্লাহ্‌ এইসব চ্যতনা ধারিদের সচেতন করে আমাদেরকে চেতনার হাত থেকে রক্ষা করুন।

বিষয়: বিবিধ

১২৯৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194594
১৯ মার্চ ২০১৪ সকাল ১০:৫৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : দোয়া করি আল্লাহ্‌ এইসব চ্যতনা ধারিদের সচেতন করে আমাদেরকে চেতনার হাত থেকে রক্ষা করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File