কমিউনিটি ব্লগারস ফোরাম (সিবিএফ)... জিন্দাবাদ।

লিখেছেন লিখেছেন ফেলানীর ছোট ভাই ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ০২:৫৫:০৬ দুপুর

আনেক আশা আকাংখা, প্রত্যাশা আর সম্ভাবনাকে পুজিঁ করে মজলুম কলম সৈনিক প্রিয় মাহমুদুর রহমান স্যারের মুক্তির দাবীর স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছিল কমিউনিটি ব্লগারস ফোরাম (সিবিএফ)। পরবর্তীতে মানবাধিকার সংগঠন অধিকার -এর সেক্রেটারি এ্যাড, আদিলুর রহমান খান শুভ্রকে গ্রেফতার এর প্রতিবাদ, পরিবেশ আন্দোলন, ধুমপান ও মাধক বিরুধী আন্দোনল সহ দেশীয় এবং আন্তজার্তিক অনেক গুরুত্ব পূর্ন ই্যসুতে সাধ্যমত অবদান রেখে আসছে কমিউনিটি ব্লগারস ফোরাম (সিবিএফ)। অনেক বিজ্ঞ বর্ষিয়ান মেধাবী জ্ঞানী ব্লগারদের সাথে আমার মত ক্ষুদ্র ব্যাক্তি সাথী হতে পেরে মাঝে মাঝে সত্যিই পুলকিত হই। যার সব টুকু প্রশংসার দাবীদার সিবিএফ নামক ফ্লাটফ্রমটি। এক সময় এদেশের আমজনতার ধারনা ছিল ব্লগিং শব্দটা শুধু নাস্তিক বা এ্যান্টি ইসলামিষ্টদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্ত ডানপন্থি বা ইসলামিক মূল্যবোধে বিশ্বাসি মানুষও যে ব্লগিং পেশা এবং নেশার সাথে জড়িত থাকতে পারে এদেশের অনলাইন জগতে নি:সন্দেহে সে দ্বার উম্মোচন করেছেন কমিউনিটি ব্লগারস ফোরাম (সিবিএফ)। এই সফলতার পেছনে যে দু’জন মানুষ সবচেয়ে বেশী ঘাম জড়িয়েছেন আমার মনে আমাদের আহ্বায়ক কমিটির সচিব প্রিয় ব্লগার ওয়াহিদুল ইসলাম শ্যামল ভাই।( আমার ব্যাক্তিগত অভিমত), ও চট্টগ্রামের বাহার ভাই। ওনাদের বিচক্ষন নেতৃত্বে বাকী সবাই সাধ্যমত চেষ্টা করেছেন সংগঠনের খেদতম করার জন্য। তবে বাহার ভাই নামক লোকটার কথা স্পেশালি আবার বলছি কেননা উনার কিছু কিছু কর্মকান্ডে ইতিমধ্যে প্রমান পেয়েছি মনে হয় উনি ব্যাক্তিগত অর্থ উপার্জনের পেশার চেয়ে দেশ এবং সমাজ সেবার পেশাটি একটু হলেও বেশী গুরুত্বদেন। শুধুমাত্র সিবিএফ না ওয়ালকিং ফর সিটাগং এবং সম্প্রতি উনাদের একটা গ্রামের শিক্ষার্থীদের জন্য পাঠ্য সামগ্রী বিতরনের কর্মসূচিতে উনার পরিশ্রম এবং আন্তরিকথা দেখে আমি রীতিমত মুগ্ধ। আমাদের প্রত্যেক সমাজে একজন বাহার ভাই দরকার যাঁরা গুনে ধরা জাতিটাকে একটু হলেও আলোর সন্ধান দিতে পারবেন।

এতোদিন ছিল সিবিএফ এর অস্থায়ী আহ্বায়ক কমিটি। সংগঠনের গতি এবং তৎপরতা বৃদ্ধির লক্ষে আজ গঠন হতে যাচ্ছে পূর্নাঙ্গ কমিটি। আশাকরি সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক আমরা আমাদের আলোর দিশারী একজন অভিবাবক পাবো। যাঁর নেতৃত্বে আমরা অনেক লম্বা পথ পারি দেয়ার স্বপ্ন দেখছি। ভবিষ্যতে আমরা এদেশের জাতিয়তাবাদ এবং ইসলামিক শক্তিকে পুজিঁ করে একটি সুন্দর পরিচ্ছন্না ন্যায় ভিত্তিক সমাজ ও রাষ্ট নির্মিনে কমিউনিটি ব্লগারস ফোরাম (সিবিএফ) এর ব্যানারে একটু হলেও ভূমিকা রাখতে পারবো এই আশায় আবারও বুকে বাধঁলাম আজ থেকে।

কমিউনিটি ব্লগারস ফোরাম (সিবিএফ)... জিন্দাবাদ।

মুক্ত পথ

----- মুক্ত মত।

ব্লগার ফেলানীর ছোট ভাই। ৪.০৯.২০১৪

বিষয়: বিবিধ

১৩৮৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261646
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২৩
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সিবিএফ জিন্দাবাদ। Thumbs Up Thumbs Up
261648
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২৭
প্রেসিডেন্ট লিখেছেন : সিবিএফ জিন্দাবাদ। Loser Loser Loser Thumbs Up Thumbs Up
261691
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৫০
আবু নাইম লিখেছেন : https://www.facebook.com/video.php?v=376160952538116&fref=nfhttps://www.facebook.com/video.php?v=376160952538116&fref=nf" />
https://www.facebook.com/video.php?v=376160952538116&fref=nf" target="_blank" target="_blank" rel="nofollow">এখানে দেখুন
261694
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:০২
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সিবিএফ এগিয়ে যাবে নতুন নেতৃত্বে....
নতুন নতুন সম্ভাবনার পথ উন্মুক্ত হবে এটাই কামনা করি । সবার জন্য শুভ কামনা । Rose Rose Rose Rose
261785
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫৯
261938
০৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৪২
শেখের পোলা লিখেছেন : ব্লগার ভাই বোনদে প্রচেষ্টা সফল হোক৷
262461
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩১
প্রবাসী মজুমদার লিখেছেন : দিশেহারা সমাজের মধ্য থেকে জেগে থাকা এ আশাবাদী তরুন ব্লগারদের ফ্লাটফরম সিবিএফ সত্যি সত্যিই কলমী যোদ্ধাদের এক মিলন মেলা। আমার বিশ্বাস এরা এক হলে হিমালয়ের বরফকে গলাতে পারবে। জেগে উঠা আগুনের লাভাকে কল্যানে পরিণত করতে পারবে। এ আশাবাদকে আমি কাছ থেকে দেখেছি। ধন্যবাদ।
265051
১৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১২
egypt12 লিখেছেন : এই সফলতার পেছনে যে দু’জন মানুষ সবচেয়ে বেশী ঘাম জড়িয়েছেন আমার মনে আমাদের আহ্বায়ক কমিটির সচিব প্রিয় ব্লগার ওহিদুল ইসলাম শ্যামল ভাই।( আমার ব্যাক্তিগত অভিমত), ও চট্টগ্রামের বাহার ভাই

একমত হলাম Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File