আমাদের'ও আহম্মক হলে চলবে না!
লিখেছেন লিখেছেন ফেলানীর ছোট ভাই ১০ আগস্ট, ২০১৪, ০৮:৪৫:৫৫ রাত
মহসীন আলী, শাহজাহান খান আর আবুল মাল ও ইনুদের কেউ পদত্যাগ দাবী করবেন না প্রিল্জ। তাহলে ধরে নিবো আপনি আওয়ামী রাজনীতির অনেক ভালো একজন উইশার। ওদের পদের ভিত্তি কি যে ওরা পদত্যাগ করবে? দেশের কত ভাগ মানুষের মতামতের উপর ভর করে উনারা নিজ নিজ পদে বহাল হয়েছেন? উনাদের পদত্যাগ দাবী করা অর্থ হচ্ছে বাকী পদ গুলোকে আপনি বৈধতা দিয়ে দেয়া। আর এদের কল্যানে আওয়ামিলীগের সম্মান দিন দিন যে হারে বৃদ্ধি পাচ্ছে জনগনই একদিন এর প্রকৃত জবাব দেবে। কোন রাজনৈতিক দলের নেতৃত্ব লাগবে না।
অন্যথায় এদের কল্যানেই পরিষ্কার বুঝা যায় যে স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত উনারা যতবার বাষ্ট্রীয় ক্ষমতায় ছিল কতটুকু জন বান্ধব ছিল সেটা।
বিষয়: বিবিধ
১১২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন