১০০ বছর সমান ১ শতাব্দি
লিখেছেন লিখেছেন ফেলানীর ছোট ভাই ১০ জুলাই, ২০১৪, ০৭:৫২:০৮ সন্ধ্যা
আমি যদিও ল্যাংটা ছিলাম ৯৪ এ ব্রাজিলকে চ্যাম্পিয়ন হতে দেখেছি তা একটু একটু মনে পড়ছে বয়স তখন 5 এর কাছাকাছি, ৯৮ এ যে ব্রাজিল রানাআপ হয়েছিলো সেটাও খুব ভালো করে মনে আছে, আর ২০০২ এ তো অপরাজিত চ্যাম্পিয়নের জলন্ত সাক্ষি আমি সেইবার কিন্ত উত্তেগা বাতিস্তুতারা ১ম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলো লজ্জাজনক ভাবে যেটা ব্রাজিল বিগত ৫০ বছরে নেয়নি (বর্তমানে আর্জেন্টিনার অনেক সাপোটারের এই দলটির সম্পর্কে কোন ধারনা নেই সত্যি বলতে আর্জেন্টিনার ঐই দলটি ছিলো সময়ের শ্রেষ্ট ব্যালেন্সড দল) আর জাপানের ইয়াকোহামাতে আমরা সেইদিন ওলিভার খানের এই জার্মানি কে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিলাম। পারলে তোমরাও করে দেখাও! ২৮ বছর পরের মিশন তো তোমরা একটু এক্সাইটেট বুঝতে পারছি।
আমি চাই আমার সম বয়সীরা দেখুক যে আর্জেন্টিনা কাপ জিততে পারে। সেই উনবিংশ শতাব্দির ৮৬ বলে বলে আর কত দাঁত ব্যাথা করবে? এইবার একটু বিংশ শতাব্দির ২০১৪ তে আসুখ না।
(বি:দ্র: ১০০ বছর সমান ১ শতাব্দি)
বিষয়: বিবিধ
১৪৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন