মন ছুটে মদিনায়
লিখেছেন লিখেছেন বাজলবী ২৬ ডিসেম্বর, ২০১৫, ০৯:২০:৫৫ রাত
বাতাসরে তুই পশ্চিমে যা
অামার সালাম নিয়ে
দরুদ সালাম পৌঁছে দিস
নবীর রওজা গিয়ে।
থাকতো যদি সহায় সম্বল
ছুটেই যেথাম সেথায়
শুয়ে অাছে প্রিয় নবী
সোনার মদিনায়।
মদিনা মনোয়ারায়
মুহাম্মদী ফুল সুবাস ছড়ায়
সে সুবাস পেতে অামার
মন ছুটে যায় সোনার মদিনায়।
বিষয়: বিবিধ
১১৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন