শরতের কাশফুল
লিখেছেন লিখেছেন বাজলবী ২০ আগস্ট, ২০১৫, ১২:৩৮:৩৯ রাত
শরতের কাশফুল
তুলতুল
হাওয়ায় দোলে
দোদুল দুল।
সুদূর অাকাশ
নীলেনীলে
সাদাবক উড়ে
যায় মঞ্জিলে।
শরতের ভোরে
সবুজঘাসে
শিশির পড়ে
রৌদ্রহাসে।
শরতের বাগানে
ফুলেফুলে
প্রজাপতি নাচে
প্রাণটা খুলে।
বিষয়: বিবিধ
১২০০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন