মন ছুটে মদিনায়
লিখেছেন লিখেছেন বাজলবী ০৬ জুলাই, ২০১৫, ০৮:০০:৫২ রাত
মনের মাঝে লুকিয়ে অছে
সুপ্ত তামান্না
স্বপনে হলেও দেখি যদি
সোনার মদিনা।
মদিনা মনোয়ারায়
নুরের হওয়া ভেসে বেড়ায়
তারই ছোঁয়া পেতে অামার
মন ছুটে যাই মদিনায়।
রওজাতে নবী শুয়ে অাছে
পাঠাই সালাম তাঁরই কাছে।
দাও গো প্রভু অামায় হিম্মত
করতে পারি যেন নবীর জিয়ারত।
বিষয়: বিবিধ
১৬৭২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরাতো ভাই দূরে থাকি যাবার উপায় নাই
যেতে মদিনায়
মন্তব্য করতে লগইন করুন