ইচ্ছে করে
লিখেছেন লিখেছেন বাজলবী ০৪ মে, ২০১৫, ০৭:৫৬:২৮ সন্ধ্যা
ইচ্ছে করে একটি বাগান
ফুলে ফুলে সাজাই
সেই ফুলের সুবাস নিয়ে
হূদয় অামার ভরাই।
ইচ্ছে করে ফুল দিয়ে
একটি মালা গাঁথি
গলায় দিতে সেই মালা
অাজো খুঁজি সাথী।
বিষয়: বিবিধ
১১৮৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো সুন্দর কবিতা খানি।
অনেক ধন্যবাদ।
অনেক দিন পর দেখলাম আপনাকে।
শুকরিয়া
এটা গলায় পরার উপযোগী হয় কিনে দেখেন, উপযোগী মনে হলে পরে নিন.....!!!!
মন্তব্য করতে লগইন করুন