জমানো ব্যাথা গুলো
লিখেছেন লিখেছেন বাজলবী ১২ মার্চ, ২০১৫, ০৫:১২:১৬ সকাল
হূদয় সইবে অার কতো
মুক্তির পথ খুজেঁ,
একটু একটু করে
জমানো ব্যাথা গুলো যতো।
অপেক্ষার ভীড়ে এখোনো
ধৈর্য্যর সীমানা পেরিয়ে,
উদার নীল গগণে
চেয়ে থাকি সারাক্ষণো।
বিষয়: বিবিধ
৯৪৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন