কিছু প্রবাসী

লিখেছেন লিখেছেন বাজলবী ১১ মার্চ, ২০১৫, ০৭:৪৩:৪৮ সন্ধ্যা

শুনুন অবিভাবক কিছু প্রবাসীদের

খবর কি রাখেন তাদের।

টাকা পেলেই হলো প্রতি মাসে

কাজ যাই করোক কি যায় অাসে।

জুয়া বল্লে লজ্জা পাই

থাইল্যান্ড খেলা নাম দিয়েছে তাই।

সেবন করে মদ,গান্জা, ইয়াবা

মাতাল হয়ে যাকে তাকে ডাকে বাবা।

নামায কালামের ধারে নাই

তাস খেলাতে রাত কাটাই।

বিষয়: বিবিধ

৯০৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308382
১১ মার্চ ২০১৫ রাত ০৮:৩৯
অনেক পথ বাকি লিখেছেন : এসবের জন্যই ভালো লোকদের মার খেতে হয় প্রবাসে
১৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
249717
বাজলবী লিখেছেন : ঠিক বলেছেন ভাই অাপনাকে অনেক ধন্যবাদ।
308388
১১ মার্চ ২০১৫ রাত ০৯:১৮
বিদ্রোহী কবি লিখেছেন : খাঁটি কথা বলেছেন ভাই
১৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
249718
বাজলবী লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই।
308389
১১ মার্চ ২০১৫ রাত ০৯:২৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বাইরে গিয়েও দুষ্টমি! কপাল পোড়ারে কপাল পোড়া
১৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
249719
বাজলবী লিখেছেন : ক্ষমতাসীনের লোকেরা প্রবাসে এসমস্ত কর্মে জড়িত বেশী। ধন্যবাদ অাপনাকে।
308436
১২ মার্চ ২০১৫ রাত ০২:০৭
আফরা লিখেছেন : আমাদের দেশের অভিবাবকরা দুষ্ট ছেলে পেলেদের বাহিরে পাঠায় চোখের আড়ালে গিয়ে ছেলেটা যে আর বেশী খারাপ কাজ করবে সে চিন্তা করে না ।
১৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
249720
বাজলবী লিখেছেন : চিন্তা না করার কারণে অাজকে এ অবস্হা ওদের কারণে দেশের সুনাম নষ্ট হচ্ছে।ধন্যবাদ অাপনাকে।
309252
১৬ মার্চ ২০১৫ দুপুর ১২:১০
আব্দুল গাফফার লিখেছেন : মনের কথা গুলোই বলেছেন , এদের জন্যই আমরা প্রবাসীরা এখনো ইমেজ সংকটে পড়ে আছি । ধন্যবাদ ভাইয়া
২০ মার্চ ২০১৫ সকাল ০৫:০০
250995
বাজলবী লিখেছেন : অাপনাকেও অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File