অচিরেই দেশ তলিয়ে যাবে অতল গভীরে
লিখেছেন লিখেছেন বাজলবী ০৭ জানুয়ারি, ২০১৫, ০৫:১৮:০৯ সকাল
গণতন্ত্রের প্রাণ ভোমরা স্বৈরচারীর অশোভ শক্তির দাপটে পিন্জিরে তালা সীলগালায় বন্ধি।
গণতন্ত্রের দোহাই দিয়ে অন্যের গণতান্ত্রিক অধিকার হরনে কলংকের কালিমা লেপনে বিশ্বের দরবারে অাজ বাঙালি জাতির মস্তক নিম্নে।
শান্তিপূর্ণ হরতালে অশান্তির ছোবলে লাশের রাজনীতিতে দেশ অাজ অচল।
দেশের শ্রেষ্ট সন্তানরা গণতন্ত্রের প্রাণ ভোমরাকে মুক্ত বাতাসে ফিরিয়ে অানার সংগ্রামে জেল জুলুম ফাঁসির রজ্জুতে।
তাই গণবিস্ফোরণের জোয়ারে জেগে উঠেছে রাজপথে হরতাল অবরোধ।
এহেন সংকটাপন্ন পরিস্হিতিতে গণতান্ত্রিক পরিবেশ না ফিরলে অচিরেই দেশ তলিয়ে যাবে অতল গভীরে।
বিষয়: বিবিধ
৭৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন