সময় থাকতে তাওবা কর

লিখেছেন লিখেছেন বাজলবী ২৬ ডিসেম্বর, ২০১৪, ০৮:১৪:০০ রাত

মুসলমান বলে কেন দাবি কর

বড়দিনের শুভেচ্ছা দিয়ে,

মুসলমান বলে কেন দাবি কর

শারদীয় দূর্গা পূঁজায়ে।

যে কালেমা পড়ে হলে মুসলমান

সেই কালেমাকে করেছ অপমান।

অামি সাক্ষ্য দিচ্ছি যে,

অাল্লাহ ছাড়া কোন মাবুদ নেই

মুহাম্মদ সঃ অাল্লাহর বান্দা ও রাসূল

কালেমার ব্যাখ্যা না বুঝে করেছ ভুল।

সময় থাকতে তাওবা কর

কোরঅান,সহীহ হাদীস অাকড়ে ধর।

বিষয়: বিবিধ

১২০৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297333
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩১
গুমড়া লিখেছেন : আচ্ছা মুহম্মদ স: খৃষ্টান রোম সমাটের শুভেচ্ছা উপহার দুজন দাসী ও সম্ভবত একটি ঘোড়া কেন গ্রহণ করেছিলেন? দুজন দাসীর মধ্যে একজন হযরত মারিয়া রা:কে নবীজী স: বিবাহ করেছিলেন। ভিন্ন ধর্মের লোকদেরকে শুভেচ্ছা জানাবো না আবার শুভেচ্ছা উপহার গ্রহন করবো এটার ব্যাখ্যা কি?
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২৩
241079
বাজলবী লিখেছেন : ওরা পূঁজায়ে বড়দিন নামে যা করে তা হল শিরক।ভ্রান্ত মতবাদ। শুভেচ্ছা দেয়া মানে তোমরা যা করতেছ তা ঠিক বলে সমর্থন দেয়া।
297357
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ১০:২৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সময় থাকতে তাওবা কর
কোরঅান,সহীহ হাদীস অাকড়ে ধর।

তওবা করা উচিত। আসলে বিপথে যাচ্ছি দিন দিন Sad
২৮ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:০৬
241003
বাজলবী লিখেছেন : অাল্লাহ তাঅালা অামাদেরকে সহিহ পথে অটল থাকার তাওফিক দান করুন । অাপনার অনুভুতি রেখে যাওয়ার জন্য অাল্লাহ তাঅালা অাপনাকে উত্তম প্রতিদান
দান করুন। অামিন।
297367
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ১১:০৯
আফরা লিখেছেন : ভুলের উপর বসবাস সারাক্ষণই আমাদের তওবার উপর থাকা উচিত ।বলা তো যায় না কখন মওত এসে যায় । অনেক ধন্যবাদ ভাইয়া ।
২৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২৩
241058
বাজলবী লিখেছেন : অাল্লাহ তাঅালা অামাদেরকে ঈমানের সাথে মৃত্যু হওয়ার তাওফিক দান করুন অামিন।অাপনাকেও অনেক অনেক ধন্যবাদ।জাযাকাল্লাহ খাইর।
297402
২৭ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:২৭
কাহাফ লিখেছেন :

শুভেচ্ছা জানানোর বিষয়টা নিয়ে পানি ঘোলা করা হচ্ছে শুধু!
ইসলাম কে এতো সংকির্ণতায় নিয়ে যাওয়ার ফর্মুলা কোথা থেকে আবিস্কার হয় তা আগে ভাবা দরকার!!!
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:০৩
241077
বাজলবী লিখেছেন : অাপনার অনুভুতি প্রকাশে অনেক ধন্যবাদ।জাযাকাল্লাহ খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File