সময় থাকতে তাওবা কর
লিখেছেন লিখেছেন বাজলবী ২৬ ডিসেম্বর, ২০১৪, ০৮:১৪:০০ রাত
মুসলমান বলে কেন দাবি কর
বড়দিনের শুভেচ্ছা দিয়ে,
মুসলমান বলে কেন দাবি কর
শারদীয় দূর্গা পূঁজায়ে।
যে কালেমা পড়ে হলে মুসলমান
সেই কালেমাকে করেছ অপমান।
অামি সাক্ষ্য দিচ্ছি যে,
অাল্লাহ ছাড়া কোন মাবুদ নেই
মুহাম্মদ সঃ অাল্লাহর বান্দা ও রাসূল
কালেমার ব্যাখ্যা না বুঝে করেছ ভুল।
সময় থাকতে তাওবা কর
কোরঅান,সহীহ হাদীস অাকড়ে ধর।
বিষয়: বিবিধ
১২০৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোরঅান,সহীহ হাদীস অাকড়ে ধর।
তওবা করা উচিত। আসলে বিপথে যাচ্ছি দিন দিন
দান করুন। অামিন।
শুভেচ্ছা জানানোর বিষয়টা নিয়ে পানি ঘোলা করা হচ্ছে শুধু!
ইসলাম কে এতো সংকির্ণতায় নিয়ে যাওয়ার ফর্মুলা কোথা থেকে আবিস্কার হয় তা আগে ভাবা দরকার!!!
মন্তব্য করতে লগইন করুন