এদেশে ইসলামী রাজনীতি ছিল, অাছে, থাকবে....

লিখেছেন লিখেছেন বাজলবী ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৩৮:০০ সন্ধ্যা

একটি অশুভ শক্তি বারবার দেশ থেকে ইসলামী মূল্যবোধ, ইসলামী চিন্তা -চেতনা, ধ্যান ধারণা, ইতিহাস, ঐতিহ্য মুছে ফেলার চেষ্টায় লিপ্ত। কোরঅান তালিমের অাসর থেকে পর্দানশীল মহিলাদেরকে গ্রেফতার করে, ইসলামী রাজনীতিবিদদের হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে জেল, জুলুম নির্যাতন করে ফাঁসি দিয়ে এমনকি জঙ্গিবাদের দোহাই দিয়ে এদেশ থেকে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে। এদেশ কারো বাপের দেশ নয়। এদেশ বারো অাউলিয়ার পূণ্যভূমি, শাহ জালাল (রহঃ) শাহ পরান, শাহ মাকদুম, অাল্লামা, মোফাস্সির, মোহাদ্দিস কেরামগণের বাংলাদেশ। এদেশে ইসলামী রাজনীতি অতীতে ছিল, বর্তমানে অাছে, ভবিষ্যতেও থাকবে। ইনশা অাল্লাহ

বিষয়: বিবিধ

১২৩৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269625
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০৯
ফেরারী মন লিখেছেন : থাকুক, থাকতেই হবে নইলে ইসলাম প্রচার করবে কারা।
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫৫
213930
বাজলবী লিখেছেন : ইসলাম প্রচার অার প্রসারে ইসলামী রাজনীতির ভূমিকা অপরিসীম। জাযাকাল্লাহ খাইর।
269637
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৫৬
আফরা লিখেছেন : ইনশা আল্লাহ ।
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৯
213944
বাজলবী লিখেছেন : কোন একদিন এদেশের অাকাশে কালেমার পতাকা উড়বে। ইনশা অাল্লাহ
জাযাকাল্লাহ খাইর।
269649
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৯
শিশির ভেজা ভোর লিখেছেন : ইসলাম থাকলেই হলো রাজনীতি থাকুক আর না থাকুক তাতে কিছু আসে যায় না।
০১ অক্টোবর ২০১৪ সকাল ০৫:০৫
214323
বাজলবী লিখেছেন : এদেশে ইসলামী রাজনীতি ছিল, অাছে, থাকবে ইনশা অাল্লাহ
269674
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৩৩
214038
বাজলবী লিখেছেন : অাস্সালামু অালাইকুম সবুজ ভাইয়া অাপনাকেও অনেক ধন্যবাদ।Good Luck
269737
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৪০
ইসলামী দুনিয়া লিখেছেন : ইসলাম ও মুসলিম থাকবে কোন রাজনীতির প্রযোজন নাই।
০১ অক্টোবর ২০১৪ সকাল ০৫:১৩
214324
বাজলবী লিখেছেন : এদেশে ইসলামী রাজনীতি ছিল, অাছে, থাকবে ইনশা অাল্লাহ
০১ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৩২
214373
ইসলামী দুনিয়া লিখেছেন : ইসলামী রাজনীতি ছিল হয়তবা থাকবে। কিন্তু লাভ কী? ইসলামরে কোন উপকার হয়েছে? ইসলামী রাজণীতি আছে, তাই তো নাস্তিক মুরতাদরা নবী সাঃ গালাগালি করছে। ইসলামী রাজনীতি আছে তাই তো আল্লাহ ্ও কুরআন কে গালি দিছ্ছে, কোরআনরে বিরুদ্ধে প্রতিনিয়ত আইন তৈরি করছে। পেরেছেন এই রাজনীতি দিয়ে এসব প্রতিরোধ করতে? পারবেন না, কিয়ামত পর্যন্ত সম্ভব না আ্পনাদের এই পদ্ধতিতে দিয়ে। আমরা সেই নীতি চাই, নবী সা: সুন্নাতি তরিকা। ধন্যবাদ।
269959
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৮
অয়ন খান লিখেছেন : শরীয়া আইন যদি প্রজ্ঞার সাথে প্রয়োগ করা হয়, তাহলে এরচেয়ে ভালো আর কিছু নেই। কিন্তু সেই প্রজ্ঞা আমাদের আছে কি?
০৮ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৯
216506
বাজলবী লিখেছেন : যুক্তিবহ মন্তব্যের জন্য অাপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর।
270052
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৫১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

এদেশে ইসলামী রাজনীতি ছিল, অাছে, থাকবে....


আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৪৩
214024
বাজলবী লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
অনুভুতি রেখে যাওয়ার জন্য অাপনাকেও অনেক ধন্যবাদ।Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File