জামায়াত শিবিরের তান্ডব

লিখেছেন লিখেছেন বাজলবী ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৫০:০৮ সন্ধ্যা

জামায়াত শিবিরের তান্ডবে অাজ যুব সমাজ ইসলামী মূল্যবোধে বন্ধি। জঙ্গি জিহাদী বই তথা- কোরঅান, হাদীস, ইসলামী সাহিত্য পাঠে অনৈতিক চরিত্র বিকলত্ব।

যার ফলে খুন, ঘুম, চাঁদাবাজি, টেন্ডারবাজী চুরি,ডাকাতি ,মদ গান্জ সেবন ও নারী ধর্ষনের মত কর্মকান্ড থেকে যুবসমাজকে বিরত রেখে চেতনাকে তরান্বিত করছে।

তাই এহেন পরিস্হিতি মোকাবেলায় দায়ি ইলাল্লাহর কমতি হলে অাল্লাহর কাঠগড়ায় দাড়াতে হবে।

বিষয়: বিবিধ

১৯৫১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265151
১৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৫৪
চিরবিদ্রোহী লিখেছেন :
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০৭
208871
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনি তাবিজের বই প্রচারের দায়িত্ব নিলেন কেন? আর কোনো মন্তব্য ছিলনা.....?

১৫ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
209158
বাজলবী লিখেছেন : তাবিজের ব্যবসায় ভাল ইনকাম হয় নাইমা পড়েন জলদি। চির বিদ্রোহী।
১৫ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
209189
চিরবিদ্রোহী লিখেছেন : এইতো প্যাঁচ লাগাইলেন, মূল কথাটাই ধরতে পারলেন না।
হয়তো মনে আছে, বছর চারেক আগে ৬/৭টা ছেলেকে মেস থেকে পাকড়াও করা হয়েছিলো জিহাদী সংগঠনের সাথে সম্পৃত্ততার দায়ে, তাদের কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন জিহাদী বই মিডিয়াকে দেখানো হয়েছিলো যার মধ্যে ছিলো বঙ্গানুবাদে কুরআন, তাজকিরাতুল আম্বিয়া ও উপরোক্ত তাবিজের বই। জঙ্গি জীহাদি বই বলতেই মনে পড়ে গেলো। দেখলাম কারো মনে আছে কি না।
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৪৭
209199
বাজলবী লিখেছেন : মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
265266
১৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:২৪
কাহাফ লিখেছেন :
১৫ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
209159
বাজলবী লিখেছেন : অাস্সালামু অালাইকুম কাহাফ ভাইয়া অনেক সুন্দর ছবি দিলেন যা দেখে প্রশান্তিতে দুচোখ জুড়িয়ে গেল।জাজাকাল্লাহ খাইর।
265279
১৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২৩
মামুন লিখেছেন : ধন্যবাদ।
অল্প কথায় সুন্দরভাবে অনেক গভীর কিছু কথা ব্যক্ত করলেন। যারা বোঝার স্বল্পতেই অনুধাবনে সক্ষম হবে, আর যারা বুঝতেই চাবে না, তাঁদের জন্য হাজার পৃষ্ঠাও কাজে দিবে না।
অনেক শুভেচ্ছা আপনার জন্য।
জাজাকাল্লাহু খাইর। Rose Rose Rose Good Luck
১৫ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
209162
বাজলবী লিখেছেন : অাস্সালামু অালাইকুম।mamun ভাইয়া অামার ব্লগে অাপনাকে পেয়ে অনেক ভালো লাগলো।অাপনার দরদমাখা মন্তব্যের জন্য অাল্লাহ তাঅালা অাপনাকে উত্তম প্রতিদান দান করুক অামিন।
265544
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২২
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
আপনাকেও আল্লাহপাক সবসময় ভালো রাখুন।
জাজাকাল্লাহু খাইর। Rose Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File