সিয়ামের গুরত্ব
লিখেছেন লিখেছেন বাজলবী ০৬ জুলাই, ২০১৪, ০৯:০৩:১৪ সকাল
নবী( স বলেন, প্রত্যেক নেক অামলের প্রতিদান দশ থেকে সাতশ গুন পর্যন্ত বৃদ্ধি করা হয়। কিন্তু অাল্লাহ তায়ালার ইরশাদ হচ্ছে, সিয়ামের ব্যাপারটা ভিন্ন রকম। ইহা অামার জন্য নির্দিষ্ট। অামি নিজে এর প্রতিদান দেব ।বান্দা অামার জন্য যৌনবাসনা ও খানা পিনা থেকে বিরত থাকে।
সিয়াম পালন কারীর জন্য দুটি অানন্দ,
একটা হচ্ছে ইফতারের সময় যখন সে এ অাবেগ উল্লাসে উদ্বুদ্ধ হয়ে অাল্লাহর নিয়ামত উপভোগ করতে থাকে যে অাল্লাহ তাকে একটা ফরজ অাদায় করার তাওফিক দান করেছেন।
দ্বিতীয় অানন্দ অাপন প্রভুর সাথে মিলিত হওয়ার যখন সে অাল্লাহর দরবারে সাক্ষাতের অনুমতি লাভ করবে এবং দিদার লাভ করে চক্ষু শীতল করবে।
সিয়াম পালন কারীর মুখের গন্ধ অাল্লাহর কাছে মিশকের সুগন্ধি থেকেও উৎকৃষ্টতর। সিয়াম গোনা থেকে অাত্বরক্ষার ঢাল স্বরুপ। তোমাদের মধ্যে কেউ সিয়াম রাখলে সে যেনো অশ্লীল কথা বার্ত ও হৈ হাংগামা থেকে দূরে থাকে ।যদি কেউ গালি গালাজ করতে অাসে তাহলে তার মনে করা উচিৎ যে সে সিয়াম অাছে।( বুখারী - মুসলিম)
নবী (সঅারো বলেন, ঈমানের অনুভুতি এবং অাখেরাতের সাওয়াবের অাশায় সিয়াম রাখে তা পূর্বের সব গুনা মাফ করে দেয়া হয়। (বুখারী -মুসলিম)
অাল্লাহ তাঅালা অামাদেরকে সিয়ামের গুরুত্ব অামল করার তাওফিক দান করুক অামিন।
বিষয়: বিবিধ
১০১৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন