তাকওয়ার মাস রমাদান
লিখেছেন লিখেছেন বাজলবী ২৩ জুন, ২০১৪, ০৭:৩৮:৫২ সন্ধ্যা
সমস্ত প্রসংশা একমাত্র অাল্লাহ তাঅালার জন্য যিনি রমাদান মাসকে অামাদের জন্য নেয়ামতের মাস হিসেবে নির্ধারণ করেছেন। দরূদ বর্ষিত হোক অামাদের প্রিয় নবী মুহাম্মদ (সঃ) তাঁর পরিবারবর্গ ও সাহাবাদের উপর।
প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা! অামরা এমন একটি মাসের অপেক্ষায় অাছি যে মাসে কোরঅান নাযিল হয়েছে।ইহা তাকওয়া, ধৈর্য্য ,জিহাদ , রহমত মাগফেরাতের, মাস । এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস। এ মাস ঈমানের একটি শিক্ষা কেন্দ্র। তাই বছরের অন্যান্য দিনগুলোতে ঈমানের সাথে চলার জন্য রমাদানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অামাদের অাত্বা ও কুপ্রবৃিত্তর সাথে লড়াই করে বিজয় লাভ করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য ভালো অামল করতে হবে। অামরা এ মাসে তাকওয়া অর্জনের মাধ্যেমে মুত্তাকীন হিসেবে নিজেদেরকে গঠন করবো। অাল্লাহ তাঅালা অামাদেরকে নিষ্ঠার সাথে সাওম পালন করার তাওফিক দান করুক। অামিন।
বিষয়: বিবিধ
১০৯৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন