গার্মেন্টস শ্রমিকের বেতনবোনাস আদায়ে রাষ্ট্রের হস্তক্ষেপের দাবীতে ‘সিবিএফ’র চট্টগ্রামে মানববন্ধনে অংশগ্রহন
লিখেছেন লিখেছেন কমিউনিটি ব্লগারস ফোরাম সিবিএফ ০৯ আগস্ট, ২০১৪, ০৮:১৭:২২ রাত
তৌবা গার্মেন্টস এর শ্রমিকের বেতনবোনাস আদায়ে রাষ্ট্রের হস্তক্ষেপের দাবীতে অন্যান্য সংগঠনের সাথে সিবিএফ মানববন্ধনে অংশগ্রনণ করে চট্টগ্রামে । গতকাল শুক্রবার সকাল ১১.৩০ঘঠিকায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
দৈনিক নয়াদিগন্ত:
http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=NjA0NjM=&sec=15
অনলাইন পোর্টাল:
http://bdpressonline.net/index.php/outofdhaka/item/625
বিষয়: বিবিধ
১৪৬৭ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এইদিকে গার্মেন্টস শ্রমিকদের দুঃখ দুরদশা দেখার মনযোগ নেই!! সারা মাস কাজ করে বেতন পাবেনা এ কেমন কথা? এক বছরে দুটি ঈদ আসে ঈদে কোন মন্ত্রী বা এমপি মন খারাপ করে বসে ছিল? গার্মেন্টস শ্রমিক বলে তাদের মূল্যায়ন নেই! তাদেরকে ঈদের খুশি বাদ দিয়ে শ্রমের অর্থ আদায়ের জন্য হতাশা বিবিষিকা নিয়ে আন্দোলন করতে হয়েছে! এর চাইতে অমানবিক আর কি হতে পারে?
ঈদ গেল কত দিন হল? তার পরও শ্রমিকদের নায্য দাবী আদায় হয়নি!!
আন্দোলন করতে গিয়ে কি হল? পুলিশের লাঠিপেটা..... হুমকি দেয় পুলিশ.... ধর্ষণ করা হবে.... এ লজ্জা কার???
ধর্ষণ কাকে করবে পুরো গার্মেন্টস....কে???
মন্ত্রী প্রধানমন্ত্রী ঘুমে কেন?????
http://bdpressonline.net/index.php/outofdhaka/item/625
মন্তব্য করতে লগইন করুন