সিবিএফ’র ঈদ পরবর্তী মিলনমেলা অনুষ্ঠিত হল চট্টগ্রামে, প্রধান অথিতি প্রবাসী মজুমদার
লিখেছেন লিখেছেন কমিউনিটি ব্লগারস ফোরাম সিবিএফ ০৬ আগস্ট, ২০১৪, ১০:৩৮:৩৯ সকাল
Community Bloggers Forum - CBF-র ঈদ পরবর্তী ১ম গেট টুগেদার অনুষ্ঠিত হল চট্টগ্রামে । আশা করা যাচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশে সিবিএফ’র ব্যানারে ব্লগাররা একত্রিত হবেন ।
বিশিষ্ট জনপ্রিয় ও সিনিয়র ব্লগার ‘বিয়ের ইন্টারভিউ’ বই’র গর্বিত লেখক জনাব Probashi Mojumder এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন । কেন্দ্রিয় আহবায়ক কমিটির আহবায়ক চাটিগাঁ থেকে বাহার এর সভাপতিত্বে এতে বিশেষ অথিতি ছিলেন বিশিষ্ট জনপ্রিয় প্রবাসী ব্লগার Mohammed Jamal Uddin ।
এতে আরো উপস্থিত ছিলেন, সু-লেখক মো: রিদওয়ান কবির সবুজ, মো: কামাল উদ্দীন, হাসান বিন নজরুল, সালাউদ্দীন মাহমুদ, ইমরুল কায়েস ভূট্টো, মো: তারেকুল ইসলাম প্রমুখ ।
আলোকিত সন্ধ্যায় প্যারেড স্কয়ার রাউন্ড দিয়েছে সিবিএফ’র কান্ডারীসকল ওয়াকিং মেরাথনের মাধ্যমে । অত:পর শহরের অভিজাত রেষ্টুরেন্টে আলোচনা পর্ব ও দিকনির্দেশনামূলক পরামর্শ করা হয় ।
প্রধান অথিতি সিবিএফ কে এগিয়ে নেয়ার ব্যাপারে আগামীতে সাথে থাকার ইচ্ছা ব্যক্ত করেন ।
আলোচনা সভায় সিবিএফ এর পক্ষ থেকে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নিরস্ত্র নারীশিশুকে নির্বিচারে হত্যা করার নিন্দা জানানো হয় ।
প্রধান অথিতি সিবিএফকে গাজায় গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করার জন্য ধন্যবাদ জানান এবং পাশাপাশি সামাজিক কাজে সিবিএফ’র ভূমিকার উপরও গুরুত্বআরোপ করেন ।
গতবছরের সিবিএফ’র ঈদ পুণর্মিলনী হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশে ।
চট্টগ্রামের জমকালো অনুষ্ঠানটি দেখুন:
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2668/rashic/26646
এসংক্রান্ত আরো অন্যান্য অনুষ্ঠানগুলোর লিংক শেয়ার করলে তা এখানে সংযুক্ত করা হবে ।
কক্সবাজার সৈকতে ব্লগারদের মিলনমেলা
বিষয়: বিবিধ
১৮৯৫ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চেহারাতো সবগুলান রাজাকার মার্কা !
প্রবাসী মজুমদার ভাই এর রম্য কথার ফুলঝুড়ি, সাথে ছিল চা বিস্কুট মুড়ি।
আহা মিস করেছি দারুণ আড্ডা,
ছিলাম তখন ঢাকার বাড্ডা।
সবাইকে চিনিনা।
মিলন মেলার সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এমন একটি সুন্দর আয়োজন করার জন্য।
-------------
পরিশেষে সিবিএফ এর জন্য থাকলো শুভকামনা। ----------
মন্তব্য করতে লগইন করুন