তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইবো না কেনো-৪২০!!!

লিখেছেন লিখেছেন জুলকারনাইন সাবাহ ২৫ মে, ২০১৪, ০২:০০:১২ দুপুর

এক ভাই ৪২০টি পোস্টপড়ার আমন্ত্রণ পেয়েও না পড়ার কারণসম্বলিত পোস্ট দিয়েছেন-যেখানে অনেকেই নানা মন্তব্য করেছেন পক্ষে বা বিপক্ষে। বিখ্যাত শিশুসাহিত্যিক, ছড়াকার-গীতিকার শাহ আলম বাদশা সাহেবের মন্তব্যটা আমার মনে ধরায় কলম ধরলাম আমিও।

মন্তব্যে শাহ আলম বাদশা লিখেছেন : এটা ঠিক হবেনা ভাই-একজন পোস্টে মন্তব্য না করে তার জ্ঞানের প্রকাশ না ঘটালে আপনিও কি তা-ই করবেন?

আমি হাজার হাজার পড়ার আমন্ত্রণ পাই চেনা-অচেনা-নতুন-পুরাতন ব্লগারের। কিন্তু সময় করে পড়ি প্রায় সবই ঘন্টার পর ঘন্টা ধরে, যদি ভালো কিছু পাওয়া যায়। সত্যি পেয়েও যাই এবং ফেভারিট করে রাখি। তাদের কে কে আমার পোস্টে কমেন্ট করলো কি করলো না-তা বিচার করিনা।

আমি শুধু ভাবি--তারাতো আমাকে পড়তে অনুরোধ করেছে যোগ্য পাঠক ভেবেই-তাই পড়তে দোষ কী!

তবে এটা আপনার স্বাধীনতা, যেখানে হস্তক্ষেপ করা ঠিক নয়। শুধু আমার মত জানালাম। আপনাকে অনেক ধন্যবাদ


আমিও তার সাথে একমত যে, ''তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইবো না কেনো এই সারাংশের শিক্ষানুযায়ী আমি কাউকে কোনো ব্লগারকেই ছোটো ভাবিনে। তিনি বড়মাপের মানুষ, তাই তার মতো অতো উদার হয়তো আমরা অনেকেই হতে পারিনি।

তবে পোস্ট যেই লিখুন তিনি যেমন চান, তার লেখা লোকে পড়ুক এবং মতামত জানাক; তাই অনেকেই অনেককে ফেভারিট করে রাখে এবং পড়ার আমন্ত্রণ জানিয়ে থাকেন বলেই আমার মত। তবে তারও কি উচিৎ নয় যে, অন্যের পোস্টে মতামত দেয়া।

অনেকেই এটা ভুলে গিয়ে নিজের লেখার জন্য মতামত কামনা করেন কিন্তু অন্যের লেখা তেমন যেমন পড়েন না; আবার মন্তব্যও করেন না। ফলে ব্লগারদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়াই স্বাভাবিক যে, আমার লেখায় মন্তব্যের বেলায় নেই--আমিও তার লেখায় কেনো মন্তব্য করবো ইত্যাদি।

অনেককে দেখছি-তার লেখা অনেকেই পছন্দ করে এবং পড়ে মন্তব্যও করে। কিন্তু তাকে কোথাও মন্তব্য করতে দেখিনে। তিনি হয়তো ভাবেন-আমি জনপ্রিয়, আমি আবার কেনো মন্তব্য করে ছোটো হই? এমন অনেকেই ১০০টা মন্তব্য পাবার সমান্তরালে নিজেই কদাচিৎ দু'একটা মন্তব্য হয়তো কোথাও করেছেন-এমনও দেখেছি।

জানিনে এটাই মূলকারণ কিনা, তবে কেউ কেউ একদেশদর্শী ও একপেশে চিন্তার অধিকারীও থাকেন। যিনি শুধু নিজের প্রচারই চান বলে একতরফা পোস্ট দিয়েই যান অন্যের লেখার ধার ধারেন না-এটা মোটেই ভালোকাজ নয়। আবার এও দেখি--আপনি মন্তব্য করলেন কিন্তু তার জবাব দেয়ার সৌজন্যও পোস্টদাতা দেখায় না। এমনকি পোস্ট দিয়েই একেবারে হাওয়া!! এটা কেমন কথা, আমাদের কমনসেন্স কি দুর্বল হলোরে ভাই?

তাই আসুন, আমরা সবাই সবার লেখা পড়ি অন্ততঃ পড়ার চেষ্টা করি। ভালো হলে ভালো বলি; মন্দ লাগলেও চুলচেরা বিশ্লেষণে কারণ জানাই। ফলে সবার মধ্যে বন্ধুত্ব -ভ্রাতৃত্ব বাড়বে এবং আমাদের লেখা মানোন্নয়ন যেমন ঘটবে তেমনি অন্যের প্রতিও সুবিচার করা হবে

আরেকটি কথা, যে ভাইর পোস্টকে কেন্দ্র করে এ পোস্ট, তার সুবিবেচনার জন্য বলি-আসলে আপনি এভাবে ভাবেন না কেনো ভাই যে, ফেভারিট ব্লগার ছাড়া কেউ কাউকে যখন পোস্টপড়ার আমন্ত্রণই জানাতে পারে না, তখন আপনাকে যে তিনি পছন্দ করেন, তার দাম কি দেয়া কৃতজ্ঞতার লক্ষণ নয়?

সেই লেখার লিঙ্ক দিতে ভুলেই গেছি

বিষয়: বিবিধ

১৪৯৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

225961
২৫ মে ২০১৪ দুপুর ০২:১০
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৫ মে ২০১৪ দুপুর ০২:৩৯
172972
জুলকারনাইন সাবাহ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ ||
225981
২৫ মে ২০১৪ দুপুর ০২:৫৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : তাই আসুন, আমরা সবাই সবার লেখা পড়ি অন্ততঃ পরার চেষ্টা করি। ভালো হলে ভালো বলি; মন্দ লাগলেও চুলচেরা বিশ্লেষণে কারণ জানাই। ফলে সবার মধ্যে বন্ধুত্ব -ভ্রাতৃত্ব বাড়বে এবং আমাদের লেখা মানোন্নয়ন যেমন ঘটবে তেমনি অন্যের প্রতিও সুবিচার করা হবে। Loser Thumbs Up Loser Thumbs Up
২৫ মে ২০১৪ দুপুর ০২:৫৭
172984
জুলকারনাইন সাবাহ লিখেছেন : আমার কথা ভাল্লাগায় আপনাকে কৃতজ্ঞতা জানাই
225987
২৫ মে ২০১৪ দুপুর ০৩:০৫
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
২৫ মে ২০১৪ দুপুর ০৩:০৮
172992
জুলকারনাইন সাবাহ লিখেছেন : খুব খুশি হলাম ভাই। Good Luck Good Luck Good Luck Good Luck
225988
২৫ মে ২০১৪ দুপুর ০৩:০৫
আমীর আজম লিখেছেন : সহমত।
২৫ মে ২০১৪ দুপুর ০৩:০৮
172993
জুলকারনাইন সাবাহ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
226261
২৬ মে ২০১৪ রাত ১২:০৯
শাহ আলম বাদশা লিখেছেন : হায় হায়, আমাকে নিয়ে কী সব লিখেছেন ভাই??

আমি আবার বিখ্যাত হলাম কবে--আপনি বাড়িয়ে বলছেন কিন্তু।

তবে আপনার সাথে আমিও একমত।
২৬ মে ২০১৪ বিকাল ০৪:৩৮
173420
জুলকারনাইন সাবাহ লিখেছেন : সরি, আমার মনোভাব যা তাই লিখেছি ভাই।
সহমত পোষণ করায় খুশি হলাম Good Luck Good Luck Good Luck
226274
২৬ মে ২০১৪ রাত ০২:২৩
আবু সাইফ লিখেছেন : কিছু কিছু পোস্ট পড়ে মন্তব্য করা

অথবা

মন্তব্য করতে না পারলেও সকল পোস্ট পড়া -


কোনটা উত্তম জানিনা.... Thinking?


কেউ বলবেন কি??? Waiting


আমি কিন্তু দ্বিতীয়টা করি-


টুডেব্লগে এমন কোন পোস্ট নেই যা আমি পড়িনি- বিশেষ কারণে দু-একটা মিস হয়ে থাকলে ভিন্ন কথা!! At Wits' End It Wasn't Me!


কখনো এমনও হয় যে, ঝহটপট পোস্টগুলো ওপেন করে কপি-পেস্ট করি অন্য ফাইলে বা ওয়ান-নোটে, তারপর অন্যসময়ে পড়ে শেষ করি! Happy]

মন্তব্য করতে না পারার কারণে কি শাস্তি হবে???? Surprised


কি জানি ভাই-বোনেরা... Thinking
যার যেমন অভিরুচি, Cheer
যার যেমন নজর-নীতি At Wits' End


আমার মনে কিন্তু ..
সবার জন্যই প্রীতি.. Rose Big Hug

আজকের মত ইতি- Wave
Praying Praying
২৬ মে ২০১৪ বিকাল ০৪:৩৬
173415
জুলকারনাইন সাবাহ লিখেছেন : না ভাই-দুঃখ পাবার কিছু নেই; তবে যার লেখা পড়লেন তার প্রতি যদি আরেকটু কর্তব্য করি লাভ ছাড়া কি ক্ষতি হবে? একলাইন ভালোমন্দলাগা লিখে দিলেই তো উভয়কুল রক্ষা হলো, কী বলে!

তবে অনেকের অভ্যাস নাও থাকতে পারে মন্তব্য লেখার, এর জন্য তাদের আসামী কোরা ঠিক হবেনা।
226416
২৬ মে ২০১৪ দুপুর ০৩:১৮
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
২৬ মে ২০১৪ বিকাল ০৪:৩৭
173417
জুলকারনাইন সাবাহ লিখেছেন : ধন্যবাদ || পিলাচ ||

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File