সব এটিএম বুথ থেকেই টাকা তোলা যাবে এপ্রিল থেকে

লিখেছেন লিখেছেন জুলকারনাইন সাবাহ ১৮ মার্চ, ২০১৪, ০৯:২৬:৪৭ রাত



আগামীমাস অর্থাৎ এপ্রিল থেকেই ব্যাংকের গ্রহকরা দেশের যে কোনো এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন। এজন্য বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশ (এনপিএসবি) স্থাপন করেছে। যার মাধ্যমে দেশের সকল এটিএম বুথকে সমন্বয় করা হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।



বলা হয়, দেশে ইলেকট্রনিক পেমেন্ট প্রসারের লক্ষ্যে কার্ড, ইন্টারনেট এবং মোবাইল ভিত্তিক আন্তঃব্যাংক লেনদেনসমূহ নিস্পত্তির জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশ (এনপিএসবি) স্থাপন করা হয়েছে।



এনপিএসবিতে অংশগ্রহণকারী ব্যাংকসমূহের গ্রাহকগণ তাদের সুবিধামত যে কোন ব্যাংকের এটিএমের বুথ ব্যবহার করে নগদ অর্থ উত্তোলন, ব্যালেন্স অনুসন্ধান, মিনি স্টেটমেন্ট গ্রহণসহ নানাবিধ সেবা সার্বক্ষণিক গ্রহণ করতে পারবেন। এ ব্যবস্থা গ্রাহকের নগদ অর্থ বহনের আবশ্যকতা হ্রাস করবে, লেনদের সময় সাশ্রয়ী, সহজ ও নিরাপদ করবে।



চার্জের বিষয়ে জানানো হয়, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক এবং স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে আন্তঃব্যাংক এটিএম লেনদেনের উপর নিম্নরূপ সার্ভিস চার্জ আরোপ করা যাবে।

আন্তঃব্যাংক এটিএম এর মাধ্যমে নগদ উত্তোলনের জন্য প্রতিটি লেনদেনে কার্ড ইস্যুকারী ব্যাংক এটিএম বুথ স্থাপনকারী ব্যাংককে ২০ টাকা প্রদান করবে । তবে এই লেনদেনের জন্য কার্ড ইস্যুকারী ব্যাংক তাদের গ্রাহকের নিকট হতে সর্বোচ্চ ১০ টাকা চার্জ আদায় করতে পারবে।



এনপিএসবির আওতাধীন অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করে ব্যালেন্স অনুসন্ধান অথবা মিনি স্টেটমেন্টের জন্য কার্ড ইস্যুকারী ব্যাংক এটিএম বুথ স্থাপনকারী ব্যাংককে পাঁচ টাকা চার্জ প্রদান করবে যা কার্ড ইস্যুকারী ব্যাংক তাদের গ্রাহকের নিকট হতে আদায় করতে পারবে।



তবে কার্ড ইস্যুকারী ব্যাংক তাদের গ্রাহকদের উপর কোনরূপ চার্জ আরোপ করা থেকে বিরতও থাকতে পারবে।

Click this link

বিষয়: বিবিধ

১২০৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194343
১৮ মার্চ ২০১৪ রাত ০৯:৪০
ফেরারী মন লিখেছেন : দিয়ে লাভ কি মাগনা তো আর দিচ্ছে না। যে লাউ সেই কদু
১৮ মার্চ ২০১৪ রাত ১০:৩২
144856
শাহ আলম বাদশা লিখেছেন : কীযে বলেন--মানুষ কেন মাগ্না দেবে? আল্লাহ আবার কীসের জন্য বসে আছেন মাগ্না দিতে!!
194366
১৮ মার্চ ২০১৪ রাত ১০:৩৯
নীল জোছনা লিখেছেন : নিঃসন্দেহে ভালো উদ্যোগ। মাঝে মাঝে নিজস্ব ব্যাংকের বুথে টাকা থাকে না। তখন অন্তত ১০/২০ টাকা কাটলেও অনেক উপকার হবে।
১৯ মার্চ ২০১৪ দুপুর ১২:২৫
145149
জুলকারনাইন সাবাহ লিখেছেন : ঠিক তাই--আমাকেও মাঝে মাঝে হাওলাদ দিয়েন
194374
১৮ মার্চ ২০১৪ রাত ১০:৫৩
মাটিরলাঠি লিখেছেন : এটা ভালো খবর। এটিএম মেশিন প্রায়ই খারাপ থাকে। ১০/২০ টাকা কাটলেও এর খুবই দরকার আছে।

১৯ মার্চ ২০১৪ দুপুর ১২:২৫
145150
জুলকারনাইন সাবাহ লিখেছেন : ধন্যবাদ
194610
১৯ মার্চ ২০১৪ সকাল ১১:০৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৯ মার্চ ২০১৪ দুপুর ১২:২৬
145151
জুলকারনাইন সাবাহ লিখেছেন : আপনি এবার সপ্তাহের সেরা মন্তব্যকারী হোন--আশা করি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File