এক পায়ে টাইট জিন্স আরেক পায়ে শাড়ী, পোষাকটির নাম বলতে না পারলে সবার সাথে আড়ি।

লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ২১ অক্টোবর, ২০১৪, ১১:০৪:৫৯ সকাল

ফ্যাশন ডিজাইনার নামক আজব কিছিমের মনুষ্যদের রুচিবোধ নিচে নামতে নামতে সেফটি ট্যাঙ্কের তলায় গিয়ে ঠেকেছে! পাবনার পাগলা গারদের পাগলও মনে হয় এ'সব ছাই পাশ ডিজাইন পছন্দ করবেনা।অথচ আমাদের দেশের তথাকথিত আধুনিকা তরুণী-যুবতীরা এইসব ড্রেস কেনার জন্য শপিংমলগুলোতে ভীড় জমায়।

আর কিছুদিন পর এমনও হয়ত দেখা যাবে যে কলা গাছের ছাল আর আমপাতা দিয়ে সুন্দরী ললনাদের উম্মুক্ত বক্ষদেশ ঢাকার বৃথা প্রচেষ্টা করা হতে পারে।আরও আলট্রামডার্ণ পোষাকের নমুনা এ'ইরকমও হতে পারে যে পেট থেকে নিচের অংশ সম্পুর্ণ খোলা রেখে পোষাকের ডিজাইন করা হবে!

আমাদের মা-বোনদেরকে #তসলিমার অনুসারী করে গড়ে তুলতে আরও কতভাবে যে প্রচেষ্টা করা হবে তার ইয়ত্তা নেই।

সময় থাকতে যদি আমরা সচেতন না হই তবে হয়ত একদিন আমার আপনার স্ত্রী-কন্যা অথবা বোনকে বেহায়াদের ডিজাইন করা নগ্নতার বাহক ঐ পোষাকগুলোই কিনে দিতে হবে।।।

বিষয়: বিবিধ

১৪৬৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276660
২১ অক্টোবর ২০১৪ সকাল ১১:১৯
বুড়া মিয়া লিখেছেন : জিন্স এর ‘জ’ আর শাড়ী-র ‘ড়ী’ দিয়ে জড়ী হলে কেমন হয় নাম?

কোন লাভ নাই এদেরকে বলে, এরা পুরোপুরী ন্যাংটা হয়ে যাবে অতিশীঘ্র বলেই আমার মনে হয়।
276664
২১ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩৪
প্রেসিডেন্ট লিখেছেন : ছবিটি বোধ হয় ভুল করে দেন নি।



এই নষ্টারা নিজেরা নষ্ট হয়ে সন্তুষ্ট নয়, সমাজটাকেও দূষিত করতে চায়।
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩৭
220761
চোরাবালি লিখেছেন : রাস্তায় চলার সময় এত বিলবোর্ডের দিকে নজর দেয়া ভাল না। বুঝলেন!!!!
বিজ্ঞাপনটি বুঝলাম না কিসের? শাড়ীর, জিন্স প্যান্ট, ব্লাউজ, না জুতার??
276669
২১ অক্টোবর ২০১৪ সকাল ১১:৪১
মোস্তফা সোহলে লিখেছেন : শিরোনামটা জটিল হইছে। ভাল থাকবেন
276688
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৪
শিশির ভেজা ভোর লিখেছেন : ইহাকে স্কার্ট বলে স্কার্ট। Loser Loser
276741
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০৭
ইবনে আহমাদ লিখেছেন : ভাই এত রাগ করছেন কেন? আমাদের সমাজটাকে বহুদুর যেতে হবে। এগুলা শুরু।
সচেতন হবে কেমন করে। বুঝে শুনেই তো আমরা বিষপান করছি।
আপনাকে ধন্যবাদ।

276763
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আড়ি দিয়েন না ভাই!!!

এই কিম্ভুত পোষাকের নাম তার ডিজাইনার রাও জানেন কিনা বলতে পারবনা। মনে হয় গাঞ্জা টেনে এর ডিজাইন করেছেন। কোন দিন দেখব লুঙ্গির সাথে কাঁচুলি পরে নতুন ফ্যাসন !!!!
276804
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৪
চোরাবালি লিখেছেন : আমার কলিগ কইছে কাপড় উল্টাইয়া খাড়াইয়া আছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File