এক পায়ে টাইট জিন্স আরেক পায়ে শাড়ী, পোষাকটির নাম বলতে না পারলে সবার সাথে আড়ি।
লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ২১ অক্টোবর, ২০১৪, ১১:০৪:৫৯ সকাল
ফ্যাশন ডিজাইনার নামক আজব কিছিমের মনুষ্যদের রুচিবোধ নিচে নামতে নামতে সেফটি ট্যাঙ্কের তলায় গিয়ে ঠেকেছে! পাবনার পাগলা গারদের পাগলও মনে হয় এ'সব ছাই পাশ ডিজাইন পছন্দ করবেনা।অথচ আমাদের দেশের তথাকথিত আধুনিকা তরুণী-যুবতীরা এইসব ড্রেস কেনার জন্য শপিংমলগুলোতে ভীড় জমায়।
আর কিছুদিন পর এমনও হয়ত দেখা যাবে যে কলা গাছের ছাল আর আমপাতা দিয়ে সুন্দরী ললনাদের উম্মুক্ত বক্ষদেশ ঢাকার বৃথা প্রচেষ্টা করা হতে পারে।আরও আলট্রামডার্ণ পোষাকের নমুনা এ'ইরকমও হতে পারে যে পেট থেকে নিচের অংশ সম্পুর্ণ খোলা রেখে পোষাকের ডিজাইন করা হবে!
আমাদের মা-বোনদেরকে #তসলিমার অনুসারী করে গড়ে তুলতে আরও কতভাবে যে প্রচেষ্টা করা হবে তার ইয়ত্তা নেই।
সময় থাকতে যদি আমরা সচেতন না হই তবে হয়ত একদিন আমার আপনার স্ত্রী-কন্যা অথবা বোনকে বেহায়াদের ডিজাইন করা নগ্নতার বাহক ঐ পোষাকগুলোই কিনে দিতে হবে।।।
বিষয়: বিবিধ
১৪৬৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোন লাভ নাই এদেরকে বলে, এরা পুরোপুরী ন্যাংটা হয়ে যাবে অতিশীঘ্র বলেই আমার মনে হয়।
এই নষ্টারা নিজেরা নষ্ট হয়ে সন্তুষ্ট নয়, সমাজটাকেও দূষিত করতে চায়।
বিজ্ঞাপনটি বুঝলাম না কিসের? শাড়ীর, জিন্স প্যান্ট, ব্লাউজ, না জুতার??
সচেতন হবে কেমন করে। বুঝে শুনেই তো আমরা বিষপান করছি।
আপনাকে ধন্যবাদ।
এই কিম্ভুত পোষাকের নাম তার ডিজাইনার রাও জানেন কিনা বলতে পারবনা। মনে হয় গাঞ্জা টেনে এর ডিজাইন করেছেন। কোন দিন দেখব লুঙ্গির সাথে কাঁচুলি পরে নতুন ফ্যাসন !!!!
মন্তব্য করতে লগইন করুন