... সূর্য্য তুমি পরাজিত কেন রাত্রির অন্ধকারে?
লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ১৭ আগস্ট, ২০১৪, ০৯:৫০:৫৩ রাত
চঞ্চলা হরিণি টানা টানা আখীঁ সৃজিল তোমার কে?
প্রজাপতি তোমার ডানাজোড়া বল করিল রঙ্গিন কে?
পাহাড়ী ঝর্ণা উচ্ছলতা তোমার করিল কে বল দান?
স্রোতস্বিনী নদী অবিরাম তুমি ছুটেছ কোন সুদুর মোহনায়?
সমুদ্র তোমার নোনাজলে বল কে দিল নীলের সমাহার?
কার ইশারায় বল তুমি ঢেউ বিলীন হও বালুতটে?
সূর্য্য তুমি পরাজিত কেন রাত্রির অন্ধকারে?
বল! বল!! বল!!! কে করিল সবি?
সৃজিলেন কে এই আকাশ-নিখিল-রবি?
তিনিইতো সেই মহান রব!
তিনিইতো সেই অন্তর্যামী!
তাহার তরে নত করি শির
তিনিইতো আরশের অধিপতি ।।।
বিষয়: বিবিধ
১২৬৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন