বৃষ্টিস্নাত সন্ধ্যাবেলা কে দিল তোমায় উপহার???
লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ১৬ আগস্ট, ২০১৪, ০৮:১৫:৩১ রাত
বৃষ্টিস্নাত সন্ধ্যাবেলা কে দিল তোমায় উপহার?
নিভু নিভু প্রদীপের আবছা আলোতে সিজদা কর তাঁহার;
যিনি আরশের অধিপতি মহামহিম পরোয়ার।
মিথ্যামোহে বাঁধিয়াছি ঘর,
সাত আসমানের নিচে।
ছাড়িতে হবে সখ্যতা যত,
প্রাণের প্রয়াণ শেষে।
যেতে হবে একা সঙ্গী বিহনে,
না ফেরার সেই মহাদেশে।
জীবনের ক্ষয়িষ্ণুতা রুধিবার সাধ্য আছেকি বল তোমার?
পূণ্য পূণ্যে ধন্য কর জীবন,
থাকিতে যৌবন জোয়ার।
পুনরুত্থান দিনের মহাবিচারক বাদশার বাদশা তিনি।
বিন্দু বিন্দু জানি দিতে হবে হিসাব,
যত দিয়েছি ভবে সময়ের কোরবানি।
ক্ষমা কর হে মালিক রহমানুর রাহিম,
জানি তোমার করুণার ধারা অপার অপরিসীম।
পাপিষ্ঠ আমি, অবাধ্য আমি, আমি গুনাহগার!
জান্নাত দিও মোরে হে গাফফার,হে সাত্তার, আর্জি করি সদা, মাথানত করি সর্বদা দরবারে তোমার।।
বিষয়: বিবিধ
১৪২৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ভাল লাগল ধন্যবাদ ।
এখানে ভয়ংকর বৃষ্টি হচ্ছে।
আল্লাহই ভরসা।
মন্তব্য করতে লগইন করুন