...বিবেক বিক্রীত টাকায় অভুক্ত সন্তানের পাতে দু'বেলা-দু'মুঠো অন্ন-জল তুলে দিতে পারছেন তাওবা মন্দ কিসের?
লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ১১ আগস্ট, ২০১৪, ০৯:৩৫:১২ রাত
অষ্টম শ্রেণী পাশ অবৈধ-জারজ সমাজধ্বংশ মন্ত্রী " বিড়ি মহসিনের " কতিপয় অমীয় বাণী !!!
সাংবাদিকরা সব খবিশ, চরিত্রহীন, লম্পট।
ক্যাবিনেটে উপস্থিত থাকলে সবগুলার পু** দিয়া বাঁশ দিতাম। যা যা মাইক নিয়া সামনে থেকে সর। নেত্রী বলছেন, যা খুশি লিখতে থাকুক, তুমি বলতে থাকো।
উপরোক্ত বিশেষণে বিশেষায়িত হবার পর নিশ্চয় সাংবাদিক সমাজ প্রতিবাদী হয়ে উঠার কথা। কিন্তু আমরা দেখলাম কি? সাংবাদিক সমাজের নির্লজ্জ নির্লিপ্ততা ! এরাই কি জাতির বিবেক? আমার ভাবতেও লজ্জা লাগে ! এ যেন বিক্রীত দাশের ন্যায় মালিকের কাছে নিজেকে সঁপে দেওয়া।এ যেন পালিত কুত্তার মত রাত জেগে বাড়ী পাহারা দেওয়া।এ যেন পিঞ্জিরাবদ্ধ ময়না পাখির ন্যায় শৃঙ্খলিত জীবনকে মেনে নেয়া। এ যেন হাত-পা বেঁধে খরস্রোতা নদীর ফেনিল জলরাশিতে ঝাঁপিয়ে পড়া।
তবে আপনারাও কিইবা করতে পারেন, জালিমশাহীর কাছে আপনাদের অসহায় আত্মসমর্পন সবারই জানা।বিবেক বিক্রীত টাকায় অভুক্ত সন্তানের পাতে দু'বেলা-দু'মুঠো অন্ন-জল তুলে দিতে পারছেন তাওবা মন্দ কিসের?
জানি অবরুদ্ধ কলম দিয়ে অন্যায়ের প্রতিবাদ করা যায়না। আপনাদের উপর অর্পিত দায়িত্ব যদি পালন করতে নাইবা পারবেন তবে ঘৃণিত আর গণধিকৃত ঐ সাংবাদিকতা ছেড়ে দিয়ে রিকশা চালান; নিজেকে কিছুটা হলেও নির্ভার আর কলঙ্কমুক্ত ভাবতে পারবেন।নির্লজ্জ চাটুকারিতা আর অকারন মোসাহেবী করতে যারা কুন্ঠাবোধ করেননা সাংবাদিকতার মত মহান পেশা অন্তত তাদের জন্য নয়।
সত্যিই আজ "মাহমুদুর রহমানের" মত একজন নির্ভীক সম্পাদক, সাহসী কলমযোদ্ধা আর সত্যাশ্রয়ী সাংবাদিকের বড়ই অভাববোধ করছে বাংলাদেশ।।।
বিষয়: বিবিধ
১২৫৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন