আমি চোখের জল ফেলে প্রভুর দরবারে খুঁজি ফিরি মুক্তি ;আমার স্বাধীন সোনার বাংলার।
লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ০৮ জুলাই, ২০১৪, ১০:৪৫:৫৭ রাত
আমি সেই সোনালী সূপ্রভাতের প্রত্যাশায় রইলাম,
যেদিন জেগে উঠবে বাংলার প্রতিবাদী জনতা,
খুলে ছুঁড়ে ফেলে দেবে বিবেকের আবদ্ব শৃঙ্খল,
যেদিন ঊষার আলো উথ্থিত হবে মিথ্যার সম্রাজ্ঞী,
রাষ্টদ্রোহীর নিশ্চিত পরাজয় কিংবা অবধারিত মৃত্যকে সাথে নিয়ে।
আমি অপেক্ষায় আছি মুক্তিপাগল জনতার সে'দিনের মহাউম্মাদনা অবলোকন করব বলে।
এ'প্রত্যাশা শুধু কি আমার একার? না,না,না,কখ্খনো নয়;
এ'প্রত্যশা সকল অসহায় মজলুম নিষ্পেষিত জনতার।
ধৈর্যচ্যুত হব কি মোরা?
পালাব কি লড়াইয়ের ময়দান ছেড়ে?
না,না,না,কখ্খনো না;
রব মোরা সম্মুখ সমরে,লড়ি মোরা মানবতার পুনরুদ্ধারের তরে।
আল্লাহ মোদের সহায় জানি,রাসুলের(সাঃ) আদর্শ চল সবে মানি,
শাহাদাত দিচ্ছেযে সদা বেহেস্তেরই হাতছানি।
ওরে মজলুম,ওরে বাস্তুহারা,ভয় নেই তোদের নেই কোন ভয়,
জালিমের হবে হবে নিশ্চয় পরাজয়,
সত্যান্বেষী নিপীড়িতদের হবে হবে নির্ঘাত জয়।
আমি চোখের জল ফেলে প্রভুর দরবারে খুঁজি ফিরি মুক্তি ;আমার স্বাধীন সোনার বাংলার।
বিষয়: বিবিধ
১২৮৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু আর কতদুর.........
মন্তব্য করতে লগইন করুন