আমি চোখের জল ফেলে প্রভুর দরবারে খুঁজি ফিরি মুক্তি ;আমার স্বাধীন সোনার বাংলার।

লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ০৮ জুলাই, ২০১৪, ১০:৪৫:৫৭ রাত

আমি সেই সোনালী সূপ্রভাতের প্রত্যাশায় রইলাম,

যেদিন জেগে উঠবে বাংলার প্রতিবাদী জনতা,

খুলে ছুঁড়ে ফেলে দেবে বিবেকের আবদ্ব শৃঙ্খল,

যেদিন ঊষার আলো উথ্থিত হবে মিথ্যার সম্রাজ্ঞী,

রাষ্টদ্রোহীর নিশ্চিত পরাজয় কিংবা অবধারিত মৃত্যকে সাথে নিয়ে।

আমি অপেক্ষায় আছি মুক্তিপাগল জনতার সে'দিনের মহাউম্মাদনা অবলোকন করব বলে।

এ'প্রত্যাশা শুধু কি আমার একার? না,না,না,কখ্খনো নয়;

এ'প্রত্যশা সকল অসহায় মজলুম নিষ্পেষিত জনতার।

ধৈর্যচ্যুত হব কি মোরা?

পালাব কি লড়াইয়ের ময়দান ছেড়ে?

না,না,না,কখ্খনো না;

রব মোরা সম্মুখ সমরে,লড়ি মোরা মানবতার পুনরুদ্ধারের তরে।

আল্লাহ মোদের সহায় জানি,রাসুলের(সাঃ) আদর্শ চল সবে মানি,

শাহাদাত দিচ্ছেযে সদা বেহেস্তেরই হাতছানি।

ওরে মজলুম,ওরে বাস্তুহারা,ভয় নেই তোদের নেই কোন ভয়,

জালিমের হবে হবে নিশ্চয় পরাজয়,

সত্যান্বেষী নিপীড়িতদের হবে হবে নির্ঘাত জয়।

আমি চোখের জল ফেলে প্রভুর দরবারে খুঁজি ফিরি মুক্তি ;আমার স্বাধীন সোনার বাংলার।

বিষয়: বিবিধ

১২৮৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

243002
০৮ জুলাই ২০১৪ রাত ১১:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অপেক্ষায় তো সবাই।
কিন্তু আর কতদুর.........
243065
০৯ জুলাই ২০১৪ সকাল ০৬:৩১
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
243197
০৯ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমাদের প্রত্যাশিত দিন আসবে একদিন ইশা আল্লাহ
243355
১০ জুলাই ২০১৪ সকাল ১১:৩১
গ্যাঞ্জাম খান লিখেছেন : স্থায়ী মুক্তি পাওনের জন্য প্রয়োজন প্রচুর ত্যাগ।
243785
১১ জুলাই ২০১৪ বিকাল ০৫:৩৯
egypt12 লিখেছেন : অনন্ত অপেক্ষা...
244580
১৪ জুলাই ২০১৪ সকাল ১১:২৭
প্রেসিডেন্ট লিখেছেন : অসাধারণ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File