ইফতারি অপচয় করবেনতো ! তার আগে একটু ভাবুন প্লিজ !
লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ৩০ জুন, ২০১৪, ০৬:৩৫:৩০ সন্ধ্যা
ইফতারি অপচয় করবেনতো! তার আগে একটু ভাবুন প্লিজ!
যারা অভুক্ত কিংবা পানি পান করে সওম পালন করছেন তাদের জন্য।
একটু সহানুভূতিশীল হোন তাদের প্রতি যারা হাড়ভাঙ্গা পরিশ্রম করেও দু'বেলা দু'মুঠো অন্ন যোগাড় করতে পারেনা।
সাহায্যের উদার হস্ত প্রসারিত করে দিন পথশিশু, রিকশাওয়ালা, বস্তিবাসী, কুলি-মজুর শ্রেণীর প্রতি। যারা খাদ্যের অভাবে হাহাকার করে।
নিন্ম মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে সন্তুষ্টচিত্তে সহায়তা করুন যারা বহুকষ্টে কোনমতে সংসারের লড়াইয়ে হারতে হারতে টিকে আছেন।শত চেষ্টার পরেও যারা না পারছেন নিচে নামতে না পারছেন সমাজের আর দশজন মানুষের মত ভালভাবে আত্মসম্মানবোধ নিয়ে জীবনধারন করতে।
আমরা কি পারিনা সমাজের অভুক্ত মানুষের মুখে একটু হাসি ফোটাতে!
আমরা কি পারিনা বস্তিবাসী সেই মিথ্যাবাদী মায়ের মুখে কিছু খাবার তুলে দিতে,যিনি কিনা সামান্য খাবারটুকুন সন্তানদের পাতে তুলে দিয়ে বলেন আমি আগেই খেয়ে নিয়েছি এগুলো তোমাদের জন্য!
আসুননা আমরা খাবার নষ্ট কিংবা অপচয় করার আগে উনাদের কথা একটু ভাবি! একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই!
বিষয়: বিবিধ
১৪৭৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগ্লো...
ইফতারি বানানর জন্য রমজানের বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায়।
মন্তব্য করতে লগইন করুন