ইফতারি অপচয় করবেনতো ! তার আগে একটু ভাবুন প্লিজ !

লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ৩০ জুন, ২০১৪, ০৬:৩৫:৩০ সন্ধ্যা





ইফতারি অপচয় করবেনতো! তার আগে একটু ভাবুন প্লিজ!

যারা অভুক্ত কিংবা পানি পান করে সওম পালন করছেন তাদের জন্য।

একটু সহানুভূতিশীল হোন তাদের প্রতি যারা হাড়ভাঙ্গা পরিশ্রম করেও দু'বেলা দু'মুঠো অন্ন যোগাড় করতে পারেনা।

সাহায্যের উদার হস্ত প্রসারিত করে দিন পথশিশু, রিকশাওয়ালা, বস্তিবাসী, কুলি-মজুর শ্রেণীর প্রতি। যারা খাদ্যের অভাবে হাহাকার করে।

নিন্ম মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে সন্তুষ্টচিত্তে সহায়তা করুন যারা বহুকষ্টে কোনমতে সংসারের লড়াইয়ে হারতে হারতে টিকে আছেন।শত চেষ্টার পরেও যারা না পারছেন নিচে নামতে না পারছেন সমাজের আর দশজন মানুষের মত ভালভাবে আত্মসম্মানবোধ নিয়ে জীবনধারন করতে।

আমরা কি পারিনা সমাজের অভুক্ত মানুষের মুখে একটু হাসি ফোটাতে!

আমরা কি পারিনা বস্তিবাসী সেই মিথ্যাবাদী মায়ের মুখে কিছু খাবার তুলে দিতে,যিনি কিনা সামান্য খাবারটুকুন সন্তানদের পাতে তুলে দিয়ে বলেন আমি আগেই খেয়ে নিয়েছি এগুলো তোমাদের জন্য!

আসুননা আমরা খাবার নষ্ট কিংবা অপচয় করার আগে উনাদের কথা একটু ভাবি! একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই!

বিষয়: বিবিধ

১৪৭৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240362
৩০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০২
ভিশু লিখেছেন : সুন্দর আহবান!
ভালো লাগ্লো...Happy Good Luck
Praying Praying Praying
240363
৩০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : গুরুত্বপূর্ণ লিখার জন্য অনেক ধন্যবাদ
240373
৩০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
আবু তাহের মিয়াজী লিখেছেন : অনেক সুন্দর আহবান, আমরা যদি এগিয়ে আসতাম কতইনা ভালো হতো। Good Luck
240379
৩০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
প্যারিস থেকে আমি লিখেছেন : যাযাকুমুল্লাহ।
240413
৩০ জুন ২০১৪ রাত ১০:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
ইফতারি বানানর জন্য রমজানের বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায়।
240460
০১ জুলাই ২০১৪ সকাল ০৬:০২
জোবাইর চৌধুরী লিখেছেন : প্রশংসনীয় লেখা। অনেক ভালো লাগল, ধন্যবাদ।
240471
০১ জুলাই ২০১৪ সকাল ০৯:১২
egypt12 লিখেছেন : অপচয় করবেন না প্লিজ Sad
240557
০১ জুলাই ২০১৪ দুপুর ০২:৪৩
প্রেসিডেন্ট লিখেছেন : আল্লাহ তাআলা আমাদের রমজানের সংযম শিক্ষা অর্জনের তাওফীক দিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File