"মা" ও "মা" বৃদ্ধাশ্রমে তুমি কেমন আছ "মা"?
লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ২৩ মে, ২০১৪, ০৪:৫৫:২৪ বিকাল
"মা" ও "মা" বৃদ্ধাশ্রমে তুমি কেমন আছ "মা"?
তোমাকে কি কেউ বৃদ্ধাশ্রম থেকে নিতে আসবেনা "মা"?
ঐতো! ঐতো আসছে, সাদা কফিনের গাড়ী,
নিয়ে যাবে আমায় আজ চিরতরে বাড়ী!
খোকা তোমার নিরুপায় -নিরুদ্দেশ,
বৃদ্ধাশ্রমে তুমি নাকি আছ বেশ?
তোমার বৌমাতো আজ বেজায় খুশি!
তোমাকে নিয়ে করতো যে সেই কতইনা ঠাট্টা হাসি।
দশ মাস দশ দিন ধরে বহু কষ্টে যারে করেছ পেটে ধারন,
সে নাকি তোমায় আজ ঘৃণা ভরে পাঠিয়েছে বৃদ্ধাশ্রম!
আল্লাহর কাছে কর মোনাজাত সদা দু'হাত তুলি,
মস্ত সাহেব ছেলেটি তোমার হয় যেন চির সুখী,
বিবেকটারে যদিও সে দিয়ে দিয়েছে বলি!!
বিষয়: বিবিধ
৪৪০৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল লাগল ।
আপনাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিলনা।
সরি ভাইয়া/আপু..!
''তোমার বৌমাতো আজ বেজায় খুশি!
তোমাকে নিয়ে করতো যে সেই কতইনা ঠাট্টা হাসি। ''
০ এই বৌমায়ের তো এটা মনে রাখা উচিত যে তারও একটা ভাই আছে , ভাইয়ের স্ত্রী আছে । তার সেই ভাবীও কিন্তু তার মতই শাশুড়িকে নিয়ে হাসি ঠাট্টা করছে ।
মন্তব্য করতে লগইন করুন