ফকিরনির পুত প্রবাসী কামলার আর্তনাদ ।
লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ২১ মে, ২০১৪, ০৫:৩৩:৩৬ বিকাল
আমিইতো সেই প্রবাসী কামলা,
ঘাম-রক্ত পানি করে অন্ন যোগায় দু'মুঠো দু'বেলা।
বাবার স্নেহ আর মায়ের মমতা,
সে'তো স্বপ্ন ; রয়ে যায় সদা অধরা।
প্রবাসী বলে আমিযে কতইনা কপালপোড়া!
আছে কি কোন পথ পাষাণে বুক বাঁধা ছাড়া?
স্ত্রী-সন্তান,ভাই-বোন তারা ছিল অতি আপন,
কষ্ট দেয় আজও, মনে পড়ে সদা
ছোট বোনটির শত মান-অভিমান !
সেই আনন্দ আজ কেবলই দুঃসহ স্মৃতি,
আবেগকে দিয়ে দিয়েছি সেই কবেইনা ছুটি!
অশ্রু-ঘাম আর রক্ত এই তিনে হয়ে একাকার
গড়ি মোরা দেশের ভিত মজবুত-দূর্বার।
জনমদুঃখী গর্ভধারিণী মায়ের সুখের তরে,
ছুটে চলি নিরন্তর এই ভিনদেশের বুকে।
জমাটবাঁধা শত কষ্ট,শত নাপাওয়ার বেদনা,
বুঝবেকি কেউ ;
যারা ফকিরনির পুত প্রবাসী তারা ছাড়া?
বিষয়: বিবিধ
১৫২৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আমি দুঃখিত হচ্ছিনা;হচ্ছি গর্বিত।
আপনাকে আন্তরিক মোবারকবাদ।
ধন্যবাদ।
সহমত।
আপনার কথার জুড়ি নাই।
মন্তব্য করতে লগইন করুন