"সোনালী সুদিনের অপেক্ষায়"
লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ০৩ এপ্রিল, ২০১৪, ১১:০২:১১ রাত
আবারও স্বপ্নময় জীবনকে আলিঙ্গন করবে সবুজের সমারোহ।
আবারও অজস্র সুখের মহা সম্মিলন ঘটবে জীবন নদীর ধূসর নীল মোহনায়।
আবারও স্বার্থক হবে অনাগত ভবিষ্যৎ পানে নিরন্তর ছুটে চলা।
আবারও সৃষ্টিকর্তার উদ্দেশ্যে অশ্রুজল গড়াবে রাত্রি দ্বিপ্রহরে।
আবারও সোবহেসাদিকের প্রারম্ভে মুয়াজ্জিনের আযান ধ্বনিত অনূরণিত হবে।
আবারও ফজরের নামাযে সুমধুর কোরআন তিলাওয়াতে অশ্রুসিক্ত হবে মুসল্লিরা।
আবারও আমপারা হাতে নিয়ে গ্রাম্য মেঠোপথ বেয়ে কোমলমতি শিশুরা মক্তবে যাবে।
আমরা সেই সোনালী সূপ্রভাতের অপেক্ষায় অপেক্ষমান ।
বিষয়: বিবিধ
১৩২৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জন্য আন্তরিক মোবারকবাদ।
অনেক ধন্যবাদ।
জাযাকাল্লাহ খাইর।
আপনার সমর্থন আমায় প্রেরণা যোগাবে। মন্তব্যের জন্য আন্তরিক মোবারকবাদ।
অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন