সাব্বাস বাংলার বাঘ;তোমাদের হুংকারের অপেক্ষায়...!!!
লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ২৬ মার্চ, ২০১৪, ১২:০১:০৭ রাত
হারি আর জিতি
না হয় বাংলাওয়াশ করি,
কিছুর তোয়াক্কা কভু নাহি করি
পাবইতো আমার ম্যাচ ফি..!
মান-মর্যাদা চুলোয় যাক
তবুও আমরা বাংলার বাঘ(?)।
কষ্ট পাই তোমাদের হারে,
আনন্দিতও হই জয়ে।
বোবা থাকি কখনো কখনো অভিমানী হয়ে,
তোমাদের বলিনা কিছু পাপনের ভয়ে।
হাজারো হতাশা আর মন খারাপের পরে,
আশায় থাকি তবুও বাঘের স্বরুপ দেখব বলে।
দেশের তরে খেলিও তোমরা;খেলিওনা টাকার লোভে,
জয়ের মালা পরাতে চাই মোরা মানচিত্র আর পতাকার গলে।
বিষয়: বিবিধ
১১১৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাসি-কান্না,দুঃখ-বেদনা,অভিনন্দন ও শুভেচ্ছা সবিযে একসাথে....!!!
প্রিয়"ভিশু" কে আন্তরিক ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ।
জাযাকাল্লাহ খাইর।
তোমাদের বলিনা কিছু পাপনের ভয়ে।
হাজারো হতাশা আর মন খারাপের পরে,
আশায় থাকি তবুও বাঘের স্বরুপ দেখব বলে।
সুন্দর কবিতা। ধন্যবাদ।
কষ্ট করে সময় নষ্ট করে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন