আসুন পাকি-রেন্ডিয়ার দালালি বাদ দিই,সত্যিকারের ক্রিকেটপ্রেমী হবার চেষ্টা করি !!!
লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ২০ মার্চ, ২০১৪, ০৬:১৩:১০ সন্ধ্যা
গত কালকে চট্টগ্রাম কোর্টবিল্ডিংয়ে উঠতেছিলাম, উঠার সময় একটি পোষ্টার/আবেদনপত্র আমার নজর কাড়ল।যা দেখে না হেসে পারিনি;আবার ঐ পোষ্টারে থুথু মারতেও দেরি করিনি।
ঐ পোষ্টারের মালিক যে চেতনাধারীরা তা বুঝতে কারও অসুবিধে হওয়ার কথা নয়।কারন ৭১সনের কিছু বর্বরতার চিত্রও তুলে ধরা হয়েছে ঐ আবেদনপত্রে।
মূলত ক্রিকেটপ্রেমী আবাল শ্রেণীর কিছু দর্শকের উল্লসিত ছবি দিয়েই তৈরি করা হয়েছে ঐ পোষ্টারটি।সব ছবিই কিন্তু পাকি প্রেমী দর্শকদের !!!
চ্যাতনাধারীদের ★ড়িঝিঠাল ক্যামেরা★ কিন্তু অন্য কোন দেশের কুলাঙ্গার ক্রিকেটপ্রেমীদের উম্মাদনা ফ্রেমে বন্দী করতে পারেনি !!!
মনে হয় কানা ক্যামেরা !!!
তাদের এই উদ্যেগকে আমি স্বাগত জানাতে পারিনি কিংবা তাদের সাথে একমত পোষণকারীও হতে পারিনি বলে আমি লজ্জিত ও দুঃখিত।কারন আমি একজন সচেতন দেশপ্রেমিক বাংলাদেশী ক্রিকেটদর্শক হিসেবে পাকি-রেন্ডিয়া দু'দেশকেই সমর্থন করার কোন যৌক্তিকতা খুঁজে পাইনা।
আবার এমনও নয়যে ক্রিকেটমাঠে আমাকে অবশ্যই অবশ্যই রেন্ডিয়া অথবা পাকিদের সমর্থন করতেই হবে।
আমি আপনাদেের সবার কাছে এই আবেদনটি জানাই,আসুন আমরা সবাই রাজনৈতিক লেজুড়বৃত্তি ও ভিনদেশি অপশক্তির পদলেহনের এইসব অপসংস্কৃতি হতে বেরিয়ে এসে সত্যিকারের দেশপ্রেমে উদ্ভুদ্ধ হই।এবং দেশকে সত্যিকারের সোনার বাংলাদেশে রুপান্তরিত করার প্রচেষ্টায় আত্মনিয়োগ করি।।।গত কালকে চট্টগ্রাম কোর্টবিল্ডিংয়ে উঠতেছিলাম, উঠার সময় একটি পোষ্টার/আবেদনপত্র আমার নজর কাড়ল।যা দেখে না হেসে পারিনি;আবার ঐ পোষ্টারে থুথু মারতেও দেরি করিনি।
ঐ পোষ্টারের মালিক যে চেতনাধারীরা তা বুঝতে কারও অসুবিধে হওয়ার কথা নয়।কারন ৭১সনের কিছু বর্বরতার চিত্রও তুলে ধরা হয়েছে ঐ আবেদনপত্রে।
মূলত ক্রিকেটপ্রেমী আবাল শ্রেণীর কিছু দর্শকের উল্লসিত ছবি দিয়েই তৈরি করা হয়েছে ঐ পোষ্টারটি।সব ছবিই কিন্তু পাকি প্রেমী দর্শকদের !!!
চ্যাতনাধারীদের ★ড়িঝিঠাল ক্যামেরা★ কিন্তু অন্য কোন দেশের কুলাঙ্গার ক্রিকেটপ্রেমীদের উম্মাদনা ফ্রেমে বন্দী করতে পারেনি !!!
মনে হয় কানা ক্যামেরা !!!
তাদের এই উদ্যেগকে আমি স্বাগত জানাতে পারিনি কিংবা তাদের সাথে একমত পোষণকারীও হতে পারিনি বলে আমি লজ্জিত ও দুঃখিত।কারন আমি একজন সচেতন দেশপ্রেমিক বাংলাদেশী ক্রিকেটদর্শক হিসেবে পাকি-রেন্ডিয়া দু'দেশকেই সমর্থন করার কোন যৌক্তিকতা খুঁজে পাইনা।
আবার এমনও নয়যে ক্রিকেটমাঠে আমাকে অবশ্যই অবশ্যই রেন্ডিয়া অথবা পাকিদের সমর্থন করতেই হবে।
আমি আপনাদেের সবার কাছে এই আবেদনটি জানাই,আসুন আমরা সবাই রাজনৈতিক লেজুড়বৃত্তি ও ভিনদেশি অপশক্তির পদলেহনের এইসব অপসংস্কৃতি হতে বেরিয়ে এসে সত্যিকারের দেশপ্রেমে উদ্ভুদ্ধ হই।এবং দেশকে সত্যিকারের সোনার বাংলাদেশে রুপান্তরিত করার প্রচেষ্টায় আত্মনিয়োগ করি।।।
বিষয়: বিবিধ
১১১৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
আপনি আমার প্রিয় কবি,
অন্তরে আকাঁ আছে আপনার ছবি
কি করে যে আমি আপনাকে ভুলি?
মন্তব্যের জন্য আন্তরিক মোবারকবাদ।
আসবো কবে আপনার কাছে?
কাজ হবে কবে শেষ?
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন